চোখ ঢুলুঢুলু! গভীর রাতে কোথা থেকে বের হতে দেখা গেল সইফ-পুত্রকে?
বলিউডে খুব শীঘ্রই অভিষেক হবে তাঁর। ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ফটোশুটও। তবে ডেবিউ করার আগেই এই যে ইমেজের দফারফা তা তাঁর অনুকুলে যাবে না বলেই মত একাংশের।

ইব্রাহিম আলি খান– সম্পর্কে তিনি সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে। এতদিন বি-টাউনে তাঁকে নিয়ে গসিপের আনাগোনা হয়নি, তবে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। শুধু যে আলোচনায় তা নয়, তাঁকে নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পর্দা ঘেরা এক জায়গা দিয়ে বের হচ্ছেন তিনি। হতে পারে তা কোনও ফিল্ম স্টুডিয়ো অথবা ‘আড্ডাখানা’। তবে যে অবস্থাতেই ইব্রাহিম বের হচ্ছেন তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। নেটিজেনদের দাবি, চোখ খুলে তাকানোর অবস্থাতেও নেই তিনি। ঢুলছে চোখ, এমনকি বের হতে গিয়ে বারংবার হোঁচট খেতেও দেখা যায় তাঁকে। পাপারাৎজিকে পোজ দেওয়া তো দূর কি বাত বরং কোনওমতে গিয়ে গাড়িতে ওঠেন তিনি! একমুহূর্তে দেরি না করেই সেখান থেকে পগারপার!
বলিউডে খুব শীঘ্রই অভিষেক হবে তাঁর। ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ফটোশুটও। তবে ডেবিউ করার আগেই এই যে ইমেজের দফারফা তা তাঁর অনুকুলে যাবে না বলেই মত একাংশের। ইব্রাহিমের ছেলেবেলায় তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে গেলেও ছেলের প্রতি দায়িত্ব কিন্তু এড়িয়ে যাননি সইফ। মাস গেলে মোটা টাকা থেকে শুরু করে তাঁদের খোঁজখবর রেখেছেন প্রতিনিয়ত।
ইব্রাহিমের দিদি সারা ইতিমধ্যেই বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী। ভাইও দিদি ও বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন। ইব্রাহিম কিন্তু প্রেমও করেন। তাঁর প্রেমিকা কে জানেন? শ্বেতা তিওয়ারিকে চেনেন নিশ্চয়ই? তাঁর মেয়ে পলক তিওয়ারি বলিউডে ডেবিউ করেছেন গত বছরেই। সলমন খানের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁকে। সেই পলকের সঙ্গেই প্রায় তিন বছর ধরে সম্পর্কে আছেন তিনি, বি-টাউন সূত্রে খবর তেমনটাই।
View this post on Instagram





