যার জন্য বিয়ে করেননি সলমন, সেই নারীই বললেন: ‘এখনও ফিরতে পারি’
Salman Wedding: কেউ বলেছেন, 'তিনি লিভইনে দিব্যি আছেন'। সলমন খান একাধিকবার বলেছেন 'আমি একা নেই'। সম্পর্কে থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি বহুবার। কখনও সামনে উঠে এসেছে ঐশ্বর্য রাই বচ্চনের নাম, কখনও আবার উঠে এসেছে ক্যাটরিনা কইফের নাম।
Most Read Stories