সন্দীপ্তার ট্রাভেল ডায়েরি, কোথায় বেড়াতে গিয়েছেন তিনি?
প্রকৃত অর্থে ভ্রমণ পিপাসু বলতে যা বোঝায়, সন্দীপ্তা তার আদর্শ উদাহরণ। দেশের অদেখা জায়গা হোক বা বিদেশ, তাঁর যেন পায়ের তলায় সর্ষে। কখনও বা একাই বেরিয়ে পরেন। কখনও সঙ্গে থাকেন পরিবার বা বন্ধুরা।
ছুটির মুডে রয়েছেন টলিউড (Tollywood) অভিনেত্রী (Actress) সন্দীপ্তা সেন (Sandipta Sen)। এই মুহূর্তে তিনি দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন। চলতি বছরের সরস্বতী পুজোও শৈল শহরে কাটালেন তিনি। দার্জিলিংয়ে সরস্বতী পুজোর ছবিও তিনি অনুরাগীদের জন্য শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
প্রকৃত অর্থে ভ্রমণ পিপাসু বলতে যা বোঝায়, সন্দীপ্তা তার আদর্শ উদাহরণ। দেশের অদেখা জায়গা হোক বা বিদেশ, তাঁর যেন পায়ের তলায় সর্ষে। কখনও বা একাই বেরিয়ে পরেন। কখনও সঙ্গে থাকেন পরিবার বা বন্ধুরা।
View this post on Instagram
পুরী বা দীঘার মতোই দার্জিলিংও বাঙালির পছন্দের ডেস্টিনেশন। লকডাউনের পর আনলক পর্বে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন দার্জিলিংয়ে। এখনও অনেকেই ব্যাগ নিয়ে পাড়ি দিচ্ছেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
View this post on Instagram
এই তালিকায় বাদ পড়বেন না সেলেবরাও। বিয়ের আগে বন্ধুদের নিয়ে ব্যাচেলর পার্টি এনজয় করতে দার্জিলিংয়েই গিয়েছিলেন টেলি অভিনেতা নীল ভট্টাচার্য। কখনও অভিনেত্রী মনামী ঘোষ, কখনও বা সপরিবার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করেছেন। এবার সেই তালিকায় চলে এলেন সন্দীপ্তাও।
View this post on Instagram
‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে কেরিয়ার শুরু করেন সন্দীপ্তা। এরপর একে একে ‘টাপুর টুপুর’, ‘প্রতিদান’, ‘আয় খুকু আয়’-এর মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। পাশাপাশি ওয়েব সিরিজেও তাঁর অভিনয় দেখেছেন দর্শক। এই মুহূর্ত কোনও ধারাবাহিকে কাজ করছেন না তিনি। তবে দ্রুত কাজে ফিরতে পারেন বলে খবর।