Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা মুক্ত পৃথিবীর আশায় সকন্যা সতীশ কৌশিক

১৭ মার্চ করোনা আক্রান্ত হন সতীশ। সোশ্যাল মিডিয়ায় তাঁর অসুস্থতার খবর জানিয়েছিলেন। কর্মসূত্রে তাঁর সংস্পর্শে আসা সকলকে সাবধান হওয়ার অনুরোধ করেছিলেন তিনি।

করোনা মুক্ত পৃথিবীর আশায় সকন্যা সতীশ কৌশিক
সতীশ এবং ভানশিকা।
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 3:00 PM

হাসপাতালের জানলায় দাঁড়িয়ে বাবা এবং মেয়ে। তাঁদের সামনে গোটা মুম্বই শহর। ঠিক এমনই একটি ছবি শেয়ার করেছেন বলিউড (bollywood) অভিনেতা (Actor) সতীশ কৌশিক (Satish Kaushik)। কয়েক দিন আগে তিনি করোনায় (covid 19) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত সতীশের মেয়ে ভানশিকাও। অভিনেতা জানিয়েছেন, তাঁরা দু’জনেই এখন আগের থেকে অনেকটা ভাল আছেন।

সতীশ লিখেছেন, ‘বাবা এবং মেয়ে করোনা মুক্ত পৃথিবীর আশায় রয়েছে। কঠিন সময়ে যখন আপনার বন্ধু পাশে থাকে, তাঁকে ধন্যবাদ জানানোটা বড় ছোট শব্দ। বরং তাঁর প্রতি কৃতজ্ঞতা। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসায় আমি এবং ভানশিকা আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছি।’

গত ১৭ মার্চ করোনা আক্রান্ত হন সতীশ। সোশ্যাল মিডিয়ায় তাঁর অসুস্থতার খবর জানিয়েছিলেন। কর্মসূত্রে তাঁর সংস্পর্শে আসা সকলকে সাবধান হওয়ার অনুরোধ করেছিলেন তিনি। সতীশ একা নন। গত কয়েকদিনে আমির খান, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বনশালী, মনোজ বাজপেয়ী, বিক্রান্ত মেসি, ফতিমা সানা শেখের মতো একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়েছেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা। সে কারণে সব মহলে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের অবস্থা বেশ খারাপ। এই পরিস্থিতিতে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন সতীশ।

আরও পড়ুন, ‘জাস্ট ইউ’, মিমি চক্রবর্তীর জীবনে কি কোনও নতুন প্রেম?