‘জাস্ট ইউ’, মিমি চক্রবর্তীর জীবনে কি কোনও নতুন প্রেম?
বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচীতে অংশ নিচ্ছেন মিমি। নির্বাচন যত এগিয়ে আসবে, আরও দায়িত্ব বাড়বে।
কখনও তিনি লিখছেন, ‘আই মিস ইউ’। কখনও বা লিখছেন, ‘জাস্ট ইউ’। অভিনেত্রী (Actress) তথা সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সোশ্যাল পোস্টে যদি এই ধরনের ক্যাপশন থাকে, তাহলে তা নিয়ে দর্শক মহলে কৌতূহল তৈরি হওয়া তো স্বাভাবিক।
গতকাল মিমি নিজের একটি ছবি শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। একটি চেয়ারে বসে তিনি। ফটোশুটের ছবি। তার ক্যাপশনে লিখেছিলেন, ‘আই মিস ইউ’। আজ অর্থাৎ বুধবার ফের নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জাস্ট ইউ’। ঠিক কার কথা বলতে চাইছেন মিমি?
View this post on Instagram
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের সম্পর্কের কথা এক সময় টলি পাড়ায় কারও অজানা ছিল না। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্ক তৈরি হয়। তাঁরা বিয়ে করেন। এখন ইউভানের বাবা-মা দম্পতি। মাঝে মিমির সঙ্গে দম্পতির কোনও যোগাযোগ না থাকলেও পরে সৌজন্যের সম্পর্ক তৈরি হয়। ইউভানের জন্মের পর তার জন্য উপহারও পাঠিয়েছিলেন মিমি। তাহলে কি মিমির জীবনে কোনও নতুন প্রেম?
View this post on Instagram
বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচীতে অংশ নিচ্ছেন মিমি। যত দিন যাবে, আরও দায়িত্ব বাড়বে। অভিনয়ের পেশায় নতুন কোনও কাজের খবর এখনও ঘোষণা করেননি তিনি। তাহলে সোশ্যাল ওয়ালে এ কীসের ইঙ্গিত? কার জন্য বার্তা দিতে চাইলেন তিনি? এ হেন ক্যাপশনের কি উদ্দেশ্য রয়েছে, নাকি নেহাতই কথার কথা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।