মন ভাল করতে কোথায় বেড়াতে গেলেন গৌরব-ঋদ্ধিমা?

বন্ধুত্ব, প্রেম, দাম্পত্য- এই সব কটা পর্বে বেড়ানোর হাত ছাড়েননি গৌরব-ঋদ্ধিমা। সময় পেলেই কাজের ফাঁকে বেরিয়ে পড়েছেন মন খারাপের ওষুধের খোঁজে। কখনও পাহাড়, কখনও বা সমুদ্র তাঁদের ডেস্টিনেশন। কিন্তু জঙ্গল তাঁদের পছন্দের তালিকার শীর্ষে।

মন ভাল করতে কোথায় বেড়াতে গেলেন গৌরব-ঋদ্ধিমা?
দম্পতি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Mar 31, 2021 | 1:47 PM

বেড়ানো। অনেকেরই দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে মুক্তির একমাত্র উপায়। টলিউডের (tollywood) সেলেব দম্পতি (celeb couple) গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty) এবং ঋদ্ধিমা ঘোষের (Ridhima Ghosh) কাছে বেড়ানো অনেকটা অক্সিজেনের মতো। আপাতত রণথম্বরের জঙ্গলে চলছে সেই অক্সিজেন জোগাড়ের পালা।

বন্ধুত্ব, প্রেম, দাম্পত্য- এই সব কটা পর্বে বেড়ানোর হাত ছাড়েননি গৌরব-ঋদ্ধিমা। সময় পেলেই কাজের ফাঁকে বেরিয়ে পড়েছেন মন খারাপের ওষুধের খোঁজে। কখনও পাহাড়, কখনও বা সমুদ্র তাঁদের ডেস্টিনেশন। কিন্তু জঙ্গল তাঁদের পছন্দের তালিকার শীর্ষে।

গৌরবের বাবা অভিনেতা সব্যসাচী চক্রবর্তী জঙ্গল প্রেমী। বন্যপ্রাণ নিয়েও কাজ করেন তিনি। ছোট থেকেই গৌরবের পারিবারিক পরিবেশে ট্রাভেল গুরুত্বপূর্ণ। তাঁরও জঙ্গল প্রেম ছোট থেকেই। আর সেই ভালবাসা ছড়িয়ে দিয়েছেন প্রিয় বন্ধু তথা স্ত্রী ঋদ্ধিমার মধ্যেও।

জঙ্গলে জিপের ওপর নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌরব। রণথম্বর ন্যাশনার পার্কে কাটাচ্ছেন ছুটির অবসর। ছবির ক্যাপশনে গৌরব লিখেছেন, ‘সোল থেরাপির জন্য ফের জঙ্গলে ফিরেছি।’ ছবি তুলে দিয়েছেন ঋদ্ধিমা। ঋদ্ধিমাও সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন তাঁর ট্রাভেল অ্যালবাম। টুপি, সানগ্লাসে সেজে হাসিমুখে ছবি তুলেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘লিভিং মাই বেস্ট লাইফ’।

আগামী ২ এপ্রিল মুক্তি পাবে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ফ্লাইওভার। সেখানে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। অন্যদিকে সৌমেন সুর পরিচালিক এই আমি রেণু ছবিতেও অভিনয় করেছেন গৌরব। কখনও ছবি, কখনও বা ওয়েব সিরিজের কাজ নিয়ে বছরভর ব্যস্ত থাকেন দম্পতি। তার মধ্যে সময় পেলেই বেড়াতে যাওয়াই তাঁদের অন্যতম বিনোদন।

আরও পড়ুন, প্রচারের ব্যস্ততায় রাজের মন ভাল রাখতে কী করছেন শুভশ্রী?