AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে 'বাজিগর ২', নায়ক কি শাহরুখ?

Shah Rukh Khan: ৩১ বছর পর তৈরি হচ্ছে ‘বাজিগর ২’, নায়ক কি শাহরুখ?

TV9 Bangla Digital

| Edited By: উত্‍সা হাজরা

Updated on: Nov 13, 2024 | 11:59 PM

Share

‘বাজ়িগর ও বাজ়িগর/ তু হ্যায় বড়া জাদুগর’ কিংবা ‘ইয়ে কালি কালি আঁখে...’ আজও নব্বই দশকের নস্টালজিয়া। একটি ছবিই ভাগ্য বদলে দিয়েছিল শাহরুখ খানের। এবার বড় পর্দায় আসতে চলেছে 'বাজিগর ২'। নতুন ছবিতেও কি নায়ক শাহরুখ?

আবার পর্দায় বাজিগর

‘বাজ়িগর ও বাজ়িগর/ তু হ্যায় বড়া জাদুগর’ কিংবা ‘ইয়ে কালি কালি আঁখে…’ আজও নব্বই দশকের নস্টালজিয়া। একটি ছবিই ভাগ্য বদলে দিয়েছিল শাহরুখ খানের। এবার বড় পর্দায় আসতে চলেছে ‘বাজিগর ২’। নতুন ছবিতেও কি নায়ক শাহরুখ?

রেশমির তিক্ত অতীত

অনেক ছোট বয়স থেকে হিন্দি সিরিয়ালে কাজ করেন রেশমি দেশাই। অনেক হিট সিরিয়াল তাঁর ঝুলিতে। কিন্তু কেরিয়ারের শুরুটা একেবারেই মসৃণ ছিল না তাঁর। অডিশনের নাম করে তাঁরে অজ্ঞান করার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। এমনই কাস্টিং কাউচের তিক্ত স্মৃতি অভিনেত্রীর মনে দগদগে।

কৃতীর স্পষ্ট কথা

‘লাস্ট স্টোরিজ়’-এর ওইটুকু অংশের অভিনয় কিয়ারার জীবন পাল্টে দিয়েছিল। কিন্তু জানেন কি ‘লাস্ট স্টোরিজ’-এ প্রথমে কিয়ারার অভিনয় করার কথা ছিল না। সেই চরিত্রে প্রথমে অভিনয়ের কথা ছিল কৃতীর। কিন্তু সাহসী দৃশ্যে অভিনয় করতে একেবারেই স্বচ্ছন্দ্য ছিলেন না অভিনেত্রী। তাই না করে দিয়েছিলেন করণ জোহারকে।

ঐশ্বর্যর বিতর্কিত মন্তব্য

বেশ কয়েক বছর আগের কথা। ‘কফি উইথ করণ’ শো-তে এসে কারণ জোহারের মুখোমুখি হয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেন ঐশ্বর্য রাই বচ্চন। করণ তাঁকে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান, সাইফ আলি খান, আমির খান, সলমন খান…, বছরভর তো খান সিজনই চলছে? উত্তরে বিন্দুমাত্র সময় না নিয়ে ঐশ্বর্য বলেছিলেন ‘সব সিজনেই বচ্চন। আর আমার নাম খান নয়।’

সুদীপার আয়োজন

১২ নভেম্বর ছিল সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে এলাহি আয়োজন করেছিলেন তাঁরা। রুপোর থালায় সাজিয়ে ছেলেকে পঞ্চব্যঞ্জন খেতে দিয়েছিলেন। তা দেখেই ধেয়ে এল কটাক্ষ।

পর্দায় অ্যায়তরাজের সিক্যুয়েল?

২০০৪ সালে মুক্তি পেয়েছিল অক্ষয়-করিনা-প্রিয়াঙ্কার ছবি ‘অ্যায়েতরাজ’, প্রযোজক ছিলেন সুভাষ ঘাই। সম্প্রতি ২০ বছরে পা দিল এই ছবি। ছবির ২০ বছর পূ্র্তিতে ‘অ্যায়েতরাজ-২’ আনার কথা জানালেন সুভাষ ঘাই। আবারও কি তাহলে একসঙ্গে দেখা যাবে করিনা, অক্ষয়, প্রিয়াঙ্কাকে?

শাহিদের বাড়ির ভাড়া কত?

সম্প্রতি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কপূর তার বাংলো ভাড়ায় দিয়েছেন। মুম্বইয়ের ৩৬, ওয়েস্ট ওরলির সেই বিখ্যাত প্রাসাদোপম বাড়িটি ভাড়ায় দিলেন অভিনেতা। জানেন, কত টাকা ভাড়া নায়কের বাড়ির? নায়কের বাড়িতে থাকতে হলে প্রতি মাসে ভাড়া দিতে হবে ২০.৫ লক্ষ টাকা।

সমস্য়ায় সলমন

সময়টা মোটেই ভাল যাচ্ছে না সলমন খানের। একের পর এক সমস্যায় জর্জরিত নায়ক। তুন গেরো, ‘দ্য কপিল শর্মা শো’-এ রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা। জানা গিয়েছে, এই শো-এর সঙ্গে সলমনের প্রযোজনা সংস্থা জড়িত, এমনই দাবি বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের। ধবার ‘ভাইজান’-এর তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, তিনি বা তাঁর প্রযোজনা সংস্থা আর শো-টির সঙ্গে যুক্ত নন।

আবেগপ্রবণ পঙ্কজ ত্রিপাঠী

রাতভর হোটেলে কাজ। আর দিনে থিয়েটারে অভিনয়। বলিউডে পা রাখার আগে জীবনের দুটো বছর ঠিক এভাবেই কাটিয়েছেন। সেই হোটেলে গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা। অভিনেতা হওয়ার পরই যখন সেই হোটেলে পা রাখেন, তখন সামনের প্রবেশপথ দিয়ে ঢুকে বিশেষ অতিথির মতো আপ্যায়ণ পান। পুরনো কথা মনে পড়ে যায় অভিনেতার।