Shahrukh Vs Amitabh: বচ্চন পরিবারকে পিছনে ফেলে এগিয়ে শাহরুখ, কত কোটিতে সেরার সেরা বাদশা?
Bollywood Gossip: আরও একবার প্রমাণ হয়ে গেল তিনিই সেরার সেরা। কী ভাবছেন, অভিনয় কিংবা অন্য কোনও ক্ষেত্রের কথা হচ্ছে? কেন এক ধাক্কায় প্রথম শাহরুখ? বচ্চন পরিবার রইল পিছনে পড়ে!
তিনি শাহরুখ খান। বলিউডের বাদশা বলে কথা। নাহ্, কেবল মুখেই নয়, কাজেও তিনি তাই। আরও একবার প্রমাণ হয়ে গেল তিনিই সেরার সেরা। কী ভাবছেন, অভিনয় কিংবা অন্য কোনও ক্ষেত্রের কথা হচ্ছে? কেন এক ধাক্কায় প্রথম শাহরুখ? বচ্চন পরিবার রইল পিছনে পড়ে! একেবারেই সঠিক তথ্য, তবে সেটা টাকার অঙ্কে। অর্থাৎ শাহরুখ খান বর্তমানে বলিউডের সব থেকে ধনী অভিনেতা। সম্প্রতি এক সমীক্ষায় তেমনই তথ্য উঠে এসেছে। বর্তমানে শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ৭,৩০০ কোটি টাকা। আর তাতেই তিনি সেরার সেরা। হুরুন ইন্ডিয়ার সমীক্ষায় ভারতের রিচ লিস্টে নাম উঠে এসেছে বাদশার। ২০২৪ সালের হিসাব অনুযায়ী তাঁর মোট সম্পত্তি ৭,৩০০ কোটি টাকা।
দ্বিতীয় তালিকাতে সলমন খান কিংবা আমির খান নন, তালিকায় রয়েছে জুহি চাওলার নাম। তিনিও শাহরুখ খানের সঙ্গে নাইট রাইডার্স-এর পার্টনার। তিনি ও তাঁর স্বামী এই টিমের সঙ্গে যুক্ত। তালিকা অনুযায়ী তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ ৪,৬০০ কোটি টাকা। এরপর আসে হৃত্বিক রোশনের নাম। তৃতীয় স্থানে রয়েছেন গ্রীক গড। যাঁর মোট সম্পত্তি ২০০০ কোটি টাকা। তালিকায় তারপর স্থান অমিতাভ বচ্চন ও তাঁর পরিবারের। এরপর যথাক্রমে অমিতাভ বচ্চন ও পরিবারের মোট সম্পত্তির পরিমাণ, ১৬০০ কোটি টাকা।
শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ বলিউড স্টারদের মধ্যে সর্বাধিক। সলমন খান কিংবা আমির খানের সম্পত্তি সেই তুলনায় বেশ কিছুটা কম। কিংবা কাপুর পরিবারও সেই তালিকার ধারে কাছে জায়গা করতে পারে না।