বিয়ে বাড়িতে শাহরুখকে চান? জানেন মোট কত কোটির বিনিময়ে হাজির থাকেন কিং
Shahrukh Secret: জানেন কি, বিভিন্ন অনুষ্ঠানে, উৎসবে শাহরুখ খান অংশ গ্রহণ করে থাকেন। সেখান থেকেও তাঁর আয় নেহাতই কম হয় না। শাহরুখ খান যদিও খুব বাছাই করে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। বিশেষ কাছের বন্ধু ছাড়া তিনি যান না।
শাহরুখ খান, বলিউডের বাদশা। ছবির পাশাপাশি একাধিক ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন সংস্থার মুখ হয়ে ওঠা, শাহরুখের আয় নেহাতই কম নয়। বলিউডের সবথেকে ধনী অভিনেতা হলেন তিনিই। তবে শাহরুখ খানের আয়ের ভাণ্ডার এখানেই শেষ নয়। শাহরুখ খানের আয়ের উৎস একাধিক। বিভিন্ন ইভেন্টেও যোগ দিতে দেখা যায় তাঁকে। শাহরুখ খান সেখান থেকেও মোটা টাকা আয় করেন।
তবে জানেন কি, বিভিন্ন অনুষ্ঠানে, উৎসবে শাহরুখ খান অংশ গ্রহণ করে থাকেন। সেখান থেকেও তাঁর আয় নেহাতই কম হয় না। শাহরুখ খান যদিও খুব বাছাই করে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। বিশেষ কাছের বন্ধু ছাড়া তিনি যান না। তবে যদি তাঁকে একান্তই পেতে হয়, তিনি অনুষ্ঠানে এসে সকলকে মাতিয়ে রাখবেন, তবে দিতে হবে মোটা টাকা। জানেন শাহরুখ খানকে একটা সন্ধ্যের জন্য পেতে আপনাকে গুনতে হবে ২ থেকে ৩ কোটি টাকা।
যদিও কিং খান খুব বেশি সময় ব্যয় করেন না। কিছুটা সময় থেকে সকলের সঙ্গে ছবি তুলে, তাঁর সিগনেচার পোজ় দিয়েই ইতি টেনে দেন। এক ভক্তের কাছে এর থেকে বড় প্রাপ্তী কী হতে পারে। তাই কিং ভক্তরা সব সময়ই মুখিয়ে থাকেন, শাহরুখের একবার দর্শন পাওয়ার জন্য। একবারের জন্য তাঁর সঙ্গে একটা ছবি তুলতে পারা মানেই যেন স্বর্গ হাতে পাওয়া। প্রসঙ্গত ২০২৩-এ মুক্তি পেয়েছে শাহরুখ খানের তিন ছবি। বছর ভর তিনি বক্স অফিসে ঝড় তুলেছিলেন। বর্তমানে তিনি তাঁর আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত।