কাপুর খানদানের এই নায়ককে গোপনে বিয়ে আশা পারেখের! জানাজানি হতেই নায়িকা যা করেন তা অবিশ্বাস্য
বক্স অফিস থাকত তাঁর হাতে মুঠোয়। এমনকী, বহু প্রযোজক তাঁর কথাতেই বেছে নিতেন ছবির নায়কদের। এই কারণেই বলিউডের আশা পারাখের দাপট ছিল চোখে পড়ার মতো। তবে ফিল্মি কেরিয়ার দুরন্ত হলেও, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন মোটেই সুখের ছিল না।

ট্য়ালেন্টেড, সুন্দরী এবং এক সময়ের বলিউডের এক নম্বর নায়িকা ছিলেন আশা পারেখ। বক্স অফিস থাকত তাঁর হাতে মুঠোয়। এমনকী, বহু প্রযোজক তাঁর কথাতেই বেছে নিতেন ছবির নায়কদের। এই কারণেই বলিউডে আশা পারাখের দাপট ছিল চোখে পড়ার মতো। তবে ফিল্মি কেরিয়ার দুরন্ত হলেও, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন মোটেই সুখের ছিল না। তাঁর জীবনে জোটেনি প্রেম, ভালবাসা। স্বপ্ন ছিল সংসার করার। তাও পূরণ হয়নি।
তবে এক সময় রটে যায় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাম্মি কাপুররের সঙ্গে নাকি গোপনে বিয়ে করে ফেলেছিলেন আশা পারেখ। আর এখবর রটিয়ে দেন অভিনেতা ওম প্রকাশ।
সালটা ছয়ের দশকের শেষ। মহাবলেশ্বরে শাম্মির সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন আশা পারেখ। শুটিং শেষে নাসির হুসেনের বাড়িতে পার্টির আয়োজন হয়েছিল। সেই পার্টিতে গিয়েই আশা পারেখের কানে আসে শাম্মি কাপুরের সঙ্গে নাম জুড়ে তাঁকে নিয়ে গসিপ হচ্ছে। এমনকী জানতে পারলেন, ওম প্রকাশের কারণেই রটে গিয়েছে, তিনি নাকি শাম্মিকে গোপনে বিয়ে করেছেন। শাম্মির কানেও এসেছিল সেই গুঞ্জনের কথা। সেদিন পার্টিতে শাম্মি সবার সামনেই স্বীকার করে নিয়েছিলেন যে আশা পারেখের সঙ্গে তাঁর বিয়ে হয়ে গিয়েছে এবং শীঘ্রই কাপুর পরিবারে তাঁকে নিয়ে যাবেন। শাম্মির এমন কাণ্ডে সেদিন পার্টি থেকে দুম করে বেরিয়ে এসেছিলেন আশা পারেখ।
পরে এক সাক্ষাৎকারে আশা পারেখ সবটা জানিয়ে বলেন, শাম্মি সব সময়ই নানা রসিকতা করতেন। সেদিন গুঞ্জনে ইতি দিতে সব কিছু স্বীকার করে নিয়েছিলেন। সেই সময় শাম্মি যাঁর সঙ্গে প্রেম করছিলেন, গোটা ঘটনায় সেও খুব দুঃখ পায়। আসলে শাম্মির সঙ্গে আমার বন্ধুত্ব এমনই ছিল যে, লোকে ভাবত আমরা প্রেম করছি।

