Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ের বিয়ের ক’দিনের মধ্যেই খারাপ খবর, হাসপাতালে শত্রুঘ্ন সিনহা

জাহির ও সোনাক্ষীর বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ভিন্ন ধর্মমতে মেয়ে বিয়ে করায় নাকি অখুশি ছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ, রটেছিল এমন কথাও। তবে সেই সব রটনাকে উড়িয়ে দিয়ে মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন শত্রুঘ্ন। চুটিয়ে উপভোগ করেছিলেন সকলের সঙ্গে।

মেয়ের বিয়ের ক'দিনের মধ্যেই খারাপ খবর, হাসপাতালে শত্রুঘ্ন সিনহা
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 6:12 PM

গত ২৩ নভেম্বর বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গোটা বাড়ি জুড়ে যখন আনন্দের মহল ঠিক তখনই সামনে এল এক খারাপ খবর। হাসপাতালে ভর্তি সাংসদ শত্রুঘ্ন সিনহা। কী হয়েছে তাঁর? ই-টাইমসের এক রিপোর্ট জানাচ্ছে। খাওয়ার ঘরে আচমকাই পা হড়কে যায় তাঁর। পাঁজরে ব্যথা লাগে। সূত্র জানাচ্ছে, প্রথমে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয় তাঁকে। তবে পরের দিন সকালে আচমকাই পাঁজরের ব্যথা বাড়তে থাকে তাঁর। পরিবারের তরফ থেকে আর দেরি না করে তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। সেখানে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করা হয়। তবে রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। সব ঠিক থাকলে আগামীকালই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে।

সূত্র এই কথা জানালেও, শত্রুঘ্নের ছেলে লব সিনহা যদিও বলছেন অন্য কথা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে লব জানিয়েছেন, তাঁর বাবার ভাইরাল জ্বর হয়েছে। সেই কারণেই হাসপাতালে ভর্তি তিনি। লব এও জানিয়েছেন এক সপ্তাহ ধরে শরীর ভাল নেই তাঁর। প্রসঙ্গত, বিয়ের দিন দুয়েকের মধ্যে সোনাক্ষীকে হাসপাতাল থেকে বের হতে দেখে রটেছিল নানা গুঞ্জন। এও রটেছিল তিনি নাকি মা হতে চলেছেন। তবে সে সব জল্পনা নেহাতই জল্পনাই। বাবাকে দেখতেই স্বামীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন সোনাক্ষী।

জাহির ও সোনাক্ষীর বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ভিন্ন ধর্মমতে মেয়ে বিয়ে করায় নাকি অখুশি ছিলেন আসানসোলের তৃণমূল সাংসদ, রটেছিল এমন কথাও। তবে সেই সব রটনাকে উড়িয়ে দিয়ে মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন শত্রুঘ্ন। চুটিয়ে উপভোগ করেছিলেন সকলের সঙ্গে।