AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অ্যাসিড হামলার হুমকি পাচ্ছেন, মুখ খুললেন শেহনাজ গিল

সম্প্রতি শেহনাজকে খুল্লামখুল্লা অ্যাসিড হামলার হুমকি দেয় কিছু 'তথাকথিত ভক্ত'। এখানেই শেষ নয়, তাঁর মরফড ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করে অপব্যবহারও করা হয়। গোটা ঘটনা ঠিক কতটা ভয়াবহ তাঁর কাছে?

অ্যাসিড হামলার হুমকি পাচ্ছেন, মুখ খুললেন শেহনাজ গিল
| Updated on: Mar 07, 2021 | 12:30 PM
Share

সোশ্যাল মিডিয়ায় নাম লুকিয়ে সেলেবদের হুমকি দেওয়ার ঘটনা নতুন নয়। এ বার সেই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন বিগবস প্রতিযোগী এবং একই সঙ্গে অভিনেত্রী-গায়িকা শেহনাজ গিল। পাল্টা মুখও খুললেন শেহনাজ।সম্প্রতি শেহনাজকে খুল্লামখুল্লা অ্যাসিড হামলার হুমকি দেয় কিছু ‘তথাকথিত ভক্ত’। এখানেই শেষ নয়, তাঁর মরফড ভিডিয়ো সামাজিক মাধ্যমে শেয়ার করে অপব্যবহারও করা হয়। গোটা ঘটনা ঠিক কতটা ভয়াবহ তাঁর কাছে?

এক সাক্ষাৎকারে শেহনাজ বলেন, “ভয় আমি পাইনি। যারা এমনটা করছেন তাঁদেরকে তো আমি শুভেচ্ছা জানাতে চাই। আমার কিন্তু কিছুই হারানোর নেই। সত্যি কথা বলতে এতে আখেরে লাভ হচ্ছে আমারই। ”

শেহনাজ যোগ করেন, ” মানুষ কেন বুঝতে পারে না যখন কোনও ব্যক্তির সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা হয় তা আদপে সেই ব্যক্তির জন্য পজেটিভ হয়েই বুমেরাং হয়। সাধারণ মানুষের সমবেদনা তাঁর জন্যই থাকে। তাই এসব করা একদম উচিত নয়। ”

সম্প্রতি বাদশার সঙ্গে নতুন মিউজিক ভিডিয়োতে কাজ করলেন শেহনাজ। ইতিমধ্যেই তাঁর ভিডিয়ো মনে ধরেছে দর্শকদের। শেহনাজ নিজেও বাদশার সঙ্গে কাজ করে খুশি। তাঁর বক্তব্য, “বাদশা তো একেবারে আমারই মতো”।