প্রথম জন্মদিনে মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে এলেন শিল্পা
মেয়ে হওয়ার পর এক সাক্ষাৎকারে শিল্পা আগেই জানিয়েছিলেন, স্টার কিড হিসেবে নয়। খুব সাধারণ ভাবেই মেয়েকে বড় করতে চান তিনি।
এতদিন পর্যন্ত মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে আসতে চাইতেন না বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) শিল্পা শেট্টি (Shilpa Shetty)। ক্যামেরার সামনে বরং মেয়েকে আড়াল করতে চাইতেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও মেয়েকে নিয়ে পোস্ট দিলে একরত্তির মুখ দেখা যেত না। তবে এবার ক্যামেরার সামনে নিজেই মেয়েকে নিয়ে এলেন শিল্পা। কারণ আজ তার এক বছর বয়স হল। শিল্পার মেয়ের আজ এক বছরের জন্মদিন।
শিল্পা এবং রাজ কুন্দ্রা মেয়ের নাম রেখেছেন সমিশা। তিনি লিখেছেন, ‘মাম্মা, তোর মুখ থেকে এই ডাক শুনেছি। আজ তোর এক বছর বয়স হল। তুই আমার পাওয়া সেরা উপহার। তোর প্রথম দাঁত ওঠা, তোর বলা প্রথম শব্দ, তোর প্রথম হাসি… সব আমার কাছে স্পেশ্যাল। শুভ প্রথম জন্মদিন। গত বছরের প্রত্যেকটা দিন তোকে নিয়ে আনন্দে কেটেছে। আমি প্রার্থনা করব, এমন স্নেহেই যেন থাকতে পারিস তুই…।’
View this post on Instagram
শুধু শিল্পা নন। তাঁর বোন অভিনেত্রী শমিতা শেট্টিও সমিশাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সময় কত দ্রুত চলে যায়! আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোর এক বছর বয়স হয়ে গেল। ঈশ্বর তোকে অনেক আশীর্বাদ করুন, এটাই আমি চাই। মনে রাখিস, মাসি তোকে ভালবাসে…।’
View this post on Instagram
মেয়ে হওয়ার পর এক সাক্ষাৎকারে শিল্পা আগেই জানিয়েছিলেন, স্টার কিড হিসেবে নয়। খুব সাধারণ ভাবেই মেয়েকে বড় করতে চান তিনি। ঠিক যেভাবে তাঁর ছেলে বড় হচ্ছে। সন্তানরা ভবিষ্যতে যেটা করতে চায়, সেই কাজেই তাদের পাশে থাকার চেষ্টা করবেন তিনি। ইচ্ছের বিরুদ্ধে জোর করা তাঁর পছন্দ নয়।
আরও পড়ুন, দেব নন, রুক্মিণীর ভ্যালেন্টাইন অন্য কেউ!