Shreya Ghoshal: শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে হুলস্থুল কাণ্ড! ভিড়ে চাপে জ্ঞান হারালেন শ্রোতারা, গায়িকা ঠিক আছেন তো?
Shreya Ghoshal at cuttack: নিজের সোশাল মিডিয়ায় অনুরাগীদের সে কথা নিজেই জানিয়ে ছিলেন গায়িকা। অনুরাগীরা সেই ভিডিয়োতে ভালবাসা ছড়িয়ে দিয়েছিলেন। তবে অনুষ্ঠান শুরু হতেই ঘটে গণ্ডগোল। শ্রেয়া মঞ্চে উঠতেই ভিড় জমতে শুরু করে অনুষ্ঠানে। ভিড় এতটাই বেড়ে যায় যে, তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ওড়িশার কটকে অনুষ্ঠান করতে গিয়ে যে এমন পরিস্থিতির শিকার হবেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), তা ঘূণাক্ষরেই বুঝতে পারেননি গায়িকা। যখন চোখের সামনে সব ঘটল, ততক্ষণে হুলস্থুল বেঁধে গিয়েছিল। এমনকী, শ্রেয়ার গান শুনতে আসা শ্রোতারাও অসুস্থ হয়ে পড়লেন।
ঠিক কী ঘটে?
কটকের বালী যাত্রায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। নিজের সোশাল মিডিয়ায় অনুরাগীদের সে কথা নিজেই জানিয়ে ছিলেন গায়িকা। অনুরাগীরা সেই ভিডিয়োতে ভালবাসা ছড়িয়ে দিয়েছিলেন। তবে অনুষ্ঠান শুরু হতেই ঘটে গণ্ডগোল। শ্রেয়া মঞ্চে উঠতেই ভিড় জমতে শুরু করে অনুষ্ঠানে। ভিড় এতটাই বেড়ে যায় যে, তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকী, পরিস্থিতি এতটাই হাত থেকে বেরিয়ে যায় যে পুলিশও নিয়ন্ত্রণে আনতে পারছিল না। জানা গিয়েছে, ঘটনাস্থলেই জ্ঞান হারান দুই শ্রোতা। আহতও হয়েছেন বেশ কয়েকজন।
সূত্রের খবর, শ্রেয়ার ঠিকই রয়েছেন। তবে এই ধরনের ঘটনার পর শ্রেয়া বা তাঁর টিমের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।
শ্রেয়ার অনুষ্ঠান নিয়ে বরাবরই উন্মাদনা থাকে অনুরাগীদের মধ্য়ে। আর সেই উন্মাদনার কথা মাথায় রেখেই শ্রেয়া কখনও বেঙ্গালুরু, কখনও মুম্বই, কলকাতাতে অনুষ্ঠান করেন। তাঁর কনসার্ট তো গোটা বিশ্বেই সুপারহিট। সেই প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখতে গিয়ে যে এমন পরিস্থিতি ঘটবে, তা ভাবতে পারছেন না কটকবাসী। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এবং শ্রেয়া নতুন করে অনুষ্ঠান শুরু করেন।
