AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Wedding: দুনির্বার এবং তাঁর প্রেমিকা কাউকে তোয়াক্কা করেন না; বিয়ের আগে অকপট গায়কের হবু স্ত্রী

Durnibar-Oindrila: তাতে তাঁর খামতি সমেত মেনে নেওয়ার জন্য দুর্নিবারকে ধন্যবাদও জানিয়েছেন প্রেমিকা।

Tollywood Wedding: দুনির্বার এবং তাঁর প্রেমিকা কাউকে তোয়াক্কা করেন না; বিয়ের আগে অকপট গায়কের হবু স্ত্রী
দুর্নিবার-ঐন্দ্রিলা।
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 4:36 PM
Share

আর চার সপ্তাহের অপেক্ষা। মার্চ মাসেই দ্বিতীয় বিয়েটি করতে চলেছেন বাঙালি গায়ক দুর্নিবার সাহা। রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে উঠে আসা এই গায়ক বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজার ঐন্দ্রিলা সেনকে। যাঁকে মোহর নামে চেনে গোটা ইন্ডাস্ট্রি। বিয়ের আগে প্রেমিকের উদ্দেশ্য ফের আবেগঘন পোস্ট ঐন্দ্রিলার। বিয়ের জন্য আর তর সইছে না তাঁর।

ফেসবুকে তাঁর এবং দুর্নিবারের একটি সাদা-কালো ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছেন, “আর চার সপ্তাহ বাকি। আমি, আসলে আমরা এই দুনিয়াকে তোয়াক্কা করি না। আমাকে আমার খামতি সমেত গ্রহণ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
যদি পাওয়া যেত, কাউকে তোর মতো,
তোকেই খবর দিতাম…”

৯ মার্চ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঐন্দ্রিলা এবং দুর্নিবার। তাই নিয়ে তাঁরা বেশ আনন্দিত। ঐন্দ্রিলার প্রথম হলেও এটা দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। ২০২১ সালের শুরুতে মীনাক্ষী মুখোপাধ্য়ায়কে বিয়ে করেছিলেন দুর্নিবার। তাঁকে ভালবেসেই বিয়ে করেছিলেন গায়ক। তবে সেই সম্পর্ক এবং বিয়ে টেকেনি। বোঝাই যাচ্ছে, সেই বিয়ের বয়স বেশি নয়। ২০১৭ সালে আইনিভাবে বিয়ের করার পর ২০২১-এ সামাজিক বিয়ে করেছিলেন। বিয়ে ভাঙা নিয়ে এবং দুর্নিবারের ফের বিয়ে করা সম্পর্কে TV9 বাংলাকে মীনাক্ষী আগেই জানিয়েছেন, তিনি সে ব্যাপারে কিছুই বলতে চান না। তিনি কিন্তু দুর্নিবার-ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

দুর্নিবার-ঐন্দ্রিলার সম্পর্কের খবর জানা গিয়েছিল ২০২২ সালের মাঝামাঝি সময়ে। তাঁদের নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে অতীতে। তবে ডাকাবুকো দু’জনের কেউই প্রেম জাহির করতে পিছপা হননি। প্রেমের মরশুমে সেই প্রেম আরও গাঢ় হোক। সুখী হোক ওঁদের দাম্পত্য।