জল্পনাই হল সত্যি, বিয়ে ভাঙল স্মৃতি-পলাশের, বিস্তারে জানালেন সোশ্যাল মিডিয়ায়
স্মৃতির বাবার সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সকলের চোখ ছিল স্মৃতির দিকে। তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কবে এই তারকা জুটি তাঁদের স্থগিত হয়ে যাওয়া বিয়ের নতুন তারিখ ঘোষণা করবেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা হল, তা দুঃসংবাদ। পথ আলাদা হল জুটির।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মন্ধানা ও সঙ্গীত পরিচালক পালাশ মুচ্ছলের বিয়ে নিয়ে জল্পনা ছিল বেশ কয়েকদিনের। পারিবারিক অঘটেনর কারণে প্রাথমিকভাবে বিয়ে ভাঙে জুটির। স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ের দিন বাতিল করা হয় অনুষ্ঠান। তারপর পলাশও ভর্তি হন হাসপাতালে। ফলে বিয়ে কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল বর্তমান। পাশাপাশি জল্পনাও ছিল একাধিক। পলাশের ফোনের চ্যাট ভাইরাল হওয়া থেকে শুরু করে পরকীয়ার গুঞ্জন, যদিও তা নিয়ে প্রকাশ্যে এতদিন কিছুই বলেননি জুটি। তবে এবার আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল বিয়ে।
নিজেই বিষয়টি প্রকাশ্যে আনলেন স্মৃতি। শনিবার (৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্ট করে তিনি জানান, দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে বহু জল্পনা চলছে। আমি খুবই ব্যক্তিগত মানুষ, তাই এমন বিষয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু জানানো জরুরি—বিয়ে বাতিল করা হয়েছে।”
তিনি আরও লেখেন, “আমি চাই এখানেই এই বিষয়টি শেষ হোক। অনুরোধ করছি, আমাদের দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমাদের সময় দিন, যাতে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারি।”
দেশের হয়ে খেলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্মৃতি লেখেন, “আমি বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের জীবনে কোনও উচ্চতর উদ্দেশ্য থাকে। আমার উদ্দেশ্য বরাবরই ছিল দেশের হয়ে সর্বোচ্চ স্তরে খেলা। ভারতকে আরও ট্রফি জেতানোর লক্ষ্যে আমি আমার সর্বস্ব দিয়ে খেলতে থাকব। এবার সামনে এগিয়ে যাওয়ার সময়।”
স্মৃতির এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ও সতীর্থরা তাঁর পাশে থাকার কথা একদিকে যেমন লিখছেন, তেমনই আবার মন খারাপ অনুরাগীদের।

প্রসঙ্গত, ২৩শে নভেম্বর, স্মৃতি মান্ধানা ও সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ঠিক সেই দিন সকালে স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে সাঙ্গলিতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই অপ্রত্যাশিত ঘটনার কারণে, স্মৃতি ও পলাশের পরিবারের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
স্মৃতির বাবার সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সকলের চোখ ছিল স্মৃতির দিকে। তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কবে এই তারকা জুটি তাঁদের স্থগিত হয়ে যাওয়া বিয়ের নতুন তারিখ ঘোষণা করবেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা হল, তা দুঃসংবাদ। পথ আলাদা হল জুটির।
