ষাটের দোরগোড়ায় এসে পরকীয়া! সংসার ভাঙছে অক্ষয়-টুইঙ্কলের?
Akshay Kumar: প্রেমের ময়দানে তিনি যে লম্বা রেসের ঘোড়া ইতিহাস অন্তত এমনটাই বলছে। রবিনা ট্যান্ডন থেকে শিল্পা শেট্টি তাঁর প্রেমিকার তালিকাও ছোট নয়। একের পর এক নায়িকার সঙ্গে তাঁর প্রেমের কথা আরবসাগর পাড়ে খুবই আলোচিত। কথা হচ্ছে মিস্টার খিলাড়ির। তিনি হলেন অভিনেতা অক্ষয় কুমার। শোনা যাচ্ছে, পরকীয়ায় জড়িয়েছেন নায়ক।
প্রেমের ময়দানে তিনি যে লম্বা রেসের ঘোড়া ইতিহাস অন্তত এমনটাই বলছে। রবিনা ট্যান্ডন থেকে শিল্পা শেট্টি তাঁর প্রেমিকার তালিকাও ছোট নয়। একের পর এক নায়িকার সঙ্গে তাঁর প্রেমের কথা আরবসাগর পাড়ে খুবই আলোচিত। কথা হচ্ছে মিস্টার খিলাড়ির। তিনি হলেন অভিনেতা অক্ষয় কুমার। বক্সঅফিসে সে ভাবে ফল না পেলেও দিব্যি খোশমেজাজেই রয়েছেন অভিনেতা। বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছে মিস্টার খিলাড়ি বক্সঅফিসে ছক্কা দিতে না পারলেও প্রেম জীবনে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই।
কিন্তু মিস্টার খিলাড়ি তাঁর খেল দেখাতে পুরো সিদ্ধহস্ত। নিন্দকদের দাবি অন্তত তেমনটাই। নায়ক নাকি এক বলি নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। অক্ষয়ের নামের সঙ্গে জুড়েছে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের নাম। টিনসেল টাউন ছাড়িয়ে তাঁদের দু’জনকে নাকি দেখা যাচ্ছে শহরের বাইরে অন্যত্রও। যদিও এই খবর মিসেস ফানি বোনস-এর কানে গিয়েছে কিনা তা জানা নেই। অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খন্না কি এই বিষয়ে কিছু জানতে পেরেছেন? চারিদিকে উঠে আসছে এই একটাই প্রশ্ন। চারিদিকে ফিসফাস গোপনে অনেক দিন ধরেই নাকি এই সম্পর্কে রয়েছেন অক্ষয়। সত্যি যদিও অধরা।
View this post on Instagram
শোনা যাচ্ছে, নায়িকার জন্য বিশেষ সুপারিশও করেছেন নায়ক। ইতিমধ্য়েই অক্ষয় অভিনীত ‘খেল খেল মে’- ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছে চিত্রাঙ্গদাকে। এছাড়াও নাকি ‘হাউজফুল ৫’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এমনকি নাম ঠিক না হওয়া দুটি ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁদের মন দেওয়া নেওয়ার পর্ব নাকি শুরু হয়েছে বহু দিন থেকেই। ‘গব্বর ইজ ব্যাক’ ছবিতে ২০১৫ সালে অক্ষয়ের অনুরোধে নাকি বিশেষ আইটেম গানে নেচেছিলেন চিত্রাঙ্গদা। যদিও পরিচালক সুধীর মিশ্র থেকে সলমন খান একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে চিত্রাঙ্গদার।