নবনীতার সঙ্গে ডিভোর্সের এক বছর পার!জীবনে কেমন নারী চান জীতু?
Jeetu Kamal: প্রায় একবছর হয়ে গেল। ডিভোর্স হয়েছে অভিনেতা জীতু কমলের। স্ত্রী নবনীতা দাসের সঙ্গে আইনি বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে কোনও কথা বলেননি অভিনেতা। তবে নবনীতা সংসার ভাঙা নিয়ে অনেক বারই প্রকাশ্যে কথা বলেছেন। দুজনেই আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন। জীতু একের পর এক ছবি করছেন।
প্রায় একবছর হয়ে গেল। ডিভোর্স হয়েছে অভিনেতা জীতু কমলের। স্ত্রী নবনীতা দাসের সঙ্গে আইনি বিচ্ছেদ প্রসঙ্গে প্রকাশ্যে কোনও কথা বলেননি অভিনেতা। তবে নবনীতা সংসার ভাঙা নিয়ে অনেক বারই প্রকাশ্যে কথা বলেছেন। দুজনেই আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন। জীতু একের পর এক ছবি করছেন। অন্য দিকে নবনীতাও নিজের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। সদ্য নতুন বাড়ি কিনেছেন তিনি। সেই ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নবনীতা।
এরই মাঝে জীতুর নতুন পোস্ট ঘিরে বিস্তর আলোচনা শুরু হয়েছে। একটি ছবি পোস্ট করেছেন জীতু। যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে। যার পরনে একটি নীল রঙের ভেলভেটের ড্রেস। মুখ চাপা দিয়ে বসে রয়েছে সেই খুদে। লজ্জায় দু’হাত দিয়ে ঢাকা তার মুখ। এমনই একটি মিষ্টি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “আমাকে দেখলে এইভাবেই সে লজ্জা পাবে। এমন একজন নারী চাই।” ব্যস নায়কের এই পোস্ট দেখেই শুরু আলোচনা।
তবে কি নতুন কিছুর আভাস দিচ্ছেন জীতু?যদিও সে কথা প্রকাশ্যে কিছু বলেননি তিনি। একজন লিখেছেন, “আমি বিবাহিত না হলে আপনাকে দেখে এভাবেই লজ্জা পেতাম।” আবার আর এক ভক্তের মন্তব্য, “আপনার সামনে যাওয়ার একবার সুযোগ পেলে এভাবেই লজ্জা পাব।” উল্লেখ্য, নায়কের পেশা নিয়ে যত না আলোচনা হয়। তার চেয়েও বেশি আলোচনা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। জীতু কখনও নবনীতার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি। প্রথমে নায়কের প্রাক্তন স্ত্রী সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে জানিয়েছিলেন যে তাঁরা আর এক ছাদের তলায় থাকছেন না। তবে এত দিন কেটে গেলেও নিজের ব্যক্তি জীবন নিয়ে মুখে কুলুপ নায়কের।