কার জন্য আবার আইটেম ডান্স করলেন শ্রাবন্তী? খোলসা করলেন নিজেই
'ডাকাত পড়েছে ' গানটি প্লেব্যাক করেছেন ইমন চক্রবর্তী। তাঁর জন্যেও এই গানটি চ্যালেঞ্জিং ছিল। ইমন একদম নতুন ভঙ্গিমায় এই গানটি গেয়েছেন। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ট্রেন্ড করছে।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয় এবং ব্যক্তিগত নানান কারণের জন্যে অধিকাংশ সময়ই স্যোশাল মিডিয়ায় ট্রেন্ড করেন। শ্রাবন্তীর একের পর এক বাংলা ছবি এখন মুক্তির পথে। একদিকে ‘আমার বস ‘ ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে নায়িকার রোম্যান্টিক গান যেমন ভাইরাল হয়েছে, তাঁর খোলা পিঠের কবিতা পড়ে শ্রাবন্তীর ভক্তদের মনে হিল্লোল উঠেছে, তেমনই তাঁর আর এক ছবি ‘আড়ি’তে আইটেম ডান্স ‘ডাকাত পড়েছে’ দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
শ্রাবন্তীর কথায়, “বহুবার আগে ‘কোকাকোলা’র পর আবার আমি আইটেম ডান্স করেছি। কারণ এই ছবি আমার খুব কাছের দু’জন মানুষ যশ দাশগুপ্ত-নুসরত জাহানের ছবি।”
এমনিতেই লাস্যময়ী শ্রাবন্তীর রূপ ও অভিনয়ে দর্শক ঘায়েল হয়ে থাকেন সর্বক্ষণ। তবে এবার তাঁর এই আইটেম ডান্স আরও বেশি দর্শকদের ভালবাসা পাবে বলে মনে করছেন নায়িকা। ‘ডাকাত পড়েছে ‘ গানটি প্লেব্যাক করেছেন ইমন চক্রবর্তী। তাঁর জন্যেও এই গানটি চ্যালেঞ্জিং ছিল। ইমন একদম নতুন ভঙ্গিমায় এই গানটি গেয়েছেন। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ট্রেন্ড করছে।
অভিনেত্রী শ্রাবন্তীর এই বছরটি অবশ্যই গুরুত্বপূর্ণ। একের পর এক কাজ আসছে দর্শকদের সামনে, কোথাও প্রেমিকা( আমার বস), কোথাও আইটেম গার্ল (আড়ি), আবার কোথাও বিদ্রোহিনী (দেবী চৌধুরানী)। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের থেকে আরও অনেক ভাল কাজের আশায় থাকল দর্শক।
