Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিমির জন্মদিনে শুভশ্রীর বিশেষ গিফট! কী দিলেন? রইল ছবি

Mimi-Subhashree: এমনিতে তাঁরা ভীষণ ভাল বন্ধু। দু'জনের মধ্যে মারাত্মক সদ্ভাব। চলতে থাকে খুনসুটি। কথা হচ্ছে রণবীর কাপুর ও অনুষ্কা শর্মার। তবে যতই বন্ধুত্ব থাকুক না কেন, এভাবে অপমান!

মিমির জন্মদিনে শুভশ্রীর বিশেষ গিফট! কী দিলেন? রইল ছবি
মিমি-শুভশ্রী।
Follow Us:
| Updated on: Feb 12, 2024 | 4:51 PM

ওঁদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। ওঁরা দু’জনেই বাংলার প্রথম সারির নায়িকা। এ ছাড়াও রয়েছে আরও এক মিল। একজন পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন ও অন্যজন তাঁর বর্তমান স্ত্রী। কথা হচ্ছে মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। একটা সময় তাঁদের মধ্যেকার সম্পর্ক এসে পৌঁছেছিল তলানিতে। ব্যক্তিগত জীবনে উঠেছিল ঝড়। তবে আজ সব শান্ত। এই মুহূর্তে শুভশ্রী ও মিমির মধ্যেকার সম্পর্কও নেহাত মন্দ নয়। গতকাল অর্থাৎ রবিবার ছিল মিমির জন্মদিন। সামাজিক মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী। তবে এখানেই থেমে থাকলেন না তিনি। পাঠালেন তাঁকে উপহারও।

সেই ছবি আবার শেয়ার করেছেন মিমি। কী পাঠিয়েছেন শুভশ্রী। একটা সুন্দর ফুলের তোড়া পাঠিয়েছেন মিমিকে। তবে না, নিজের বা রাজের নাম তিনি লেখেননি। বরং নোটে তিনি লিখেছেন, তাঁর দুই সন্তান ইউভান ও ইয়ালিনির নাম। তাদেরকে উদ্দেশ্য করে মিমি পাল্টা লিখেছেন, “পুচকো দু’টোকে অনেক ভালবাসা”। সেই স্ক্রিনশট সামাজিক মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল। যা দেখে নেটিজেনদের বক্তব্য, “স্বামীর প্রাক্তন হলেও মিমির সঙ্গে যে সুসম্পর্ক বজায় রেখেছেন শুভশ্রী, তা নিঃসন্দেহে একটা ভাল বার্তা। আগামী দিনেও এরকমটা থাকুন তাঁরা। এটাই চাইব।”

বলিউডে প্রাক্তনদের বন্ধু হওয়ার ঘটনা নতুন নয়। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন– এর প্রকৃষ্ট উদাহরণ। একসময় তাঁরা ছিলেন সম্পর্কে। যদিও সেই প্রেম ভেঙে যায়। হয় কাদা ছোড়াছুড়িও। যদিও পরবর্তীতে নিজেদের ঝামেলা মিটিয়ে নেন ওঁরা। রণবীরের স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে বেশ ভাল সম্পর্ক দীপিকার।