AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতার যৌনপল্লী এবার সুদীপ্ত সেনের ছবির বিষয়, কোন সত্যি উঠে আসবে?

শহরের জন্য সুখবর। বাংলায় যাতে অন্য ভাষার ছবির শুটিং হয়, সেই ব্যাপারে উত্‍সাহ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খবর হলো, ডিসেম্বর মাসেই কলকাতায় নতুন হিন্দি ছবির শুটিং শুরু করছেন পরিচালক সুদীপ্ত সেন। TV9 বাংলাকে পরিচালক জানালেন, ''নতুন হিন্দি ছবি নাম চূড়ান্ত করিনি এখনও। শুটিং হবে সিকিম, মুম্বইয়ে। তবে কলকাতাতে বেশিরভাগ অংশের শুটিং করব। ডিসেম্বরে শুরু করছি শুটিং। এই ছবির প্রেক্ষাপট কলকাতা। বহুদিন ধরে এই ছবি তৈরির পরিকল্পনা করছিলাম।''

কলকাতার যৌনপল্লী এবার সুদীপ্ত সেনের ছবির বিষয়, কোন সত্যি উঠে আসবে?
| Updated on: Nov 23, 2025 | 9:36 AM
Share

শহরের জন্য সুখবর। বাংলায় যাতে অন্য ভাষার ছবির শুটিং হয়, সেই ব্যাপারে উত্‍সাহ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খবর হলো, ডিসেম্বর মাসেই কলকাতায় নতুন হিন্দি ছবির শুটিং শুরু করছেন পরিচালক সুদীপ্ত সেন। TV9 বাংলাকে পরিচালক জানালেন, ”নতুন হিন্দি ছবি নাম চূড়ান্ত করিনি এখনও। শুটিং হবে সিকিম, মুম্বইয়ে। তবে কলকাতাতে বেশিরভাগ অংশের শুটিং করব। ডিসেম্বরে শুরু করছি শুটিং। এই ছবির প্রেক্ষাপট কলকাতা। বহুদিন ধরে এই ছবি তৈরির পরিকল্পনা করছিলাম।” ছবির চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন প্রশান্তনু মহাপাত্র। যিনি ‘দ্য কেরালা স্টোরি’-তে চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন। তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন।

গল্পটা কীরকম ? সুদীপ্ত খোলসা করলেন, ”কলকাতার একটা সত্য ঘটনা অবলম্বনে এই ছবি। শহরের যৌনপল্লীর গল্প। মেয়েদের জীবনের এমন গল্প, যা নিয়ে আলোচনা করতে চান না কেউ। অনেকে মনে করেন সভ্য সমাজে এই নিয়ে কথা বলা যায় না। অন্ধকার দুনিয়া থেকে আমেরিকায় গিয়ে একটি মেয়ে স্পোর্টস ইভেন্টে অংশ নেয়। সেই সূত্র ধরে উঠে আসে, ভয়ঙ্কর এক চিত্র। বাংলার মেয়ের এই গল্প আসলে দেশের প্রতিটা মেয়েরই গল্প হয়ে উঠবে।” কলকাতার বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীকে এই ছবিতে দেখা যাবে।

সুদীপ্ত সেন টেকনিশিয়ানদের ফেডারেশনের সঙ্গে মিটিং করে নিয়েছেন এই ছবির বিষয়ে। তাই শহরের বহু টেকনিশিয়ান ছবিতে কাজ করছেন।  সুদীপ্ত বলছেন, ”পুরো কলকাতা জুড়ে শুটিং করব। রাজ্য সরকার, কলকাতা পুলিশের থেকে যেভাবে সহযোগিতা পাচ্ছি, তাতে মনে হয়নি রাজনৈতিক দিক থেকে কোনওরকম সমস্যা হবে। কারণ আমি একজন শিল্পী হিসাবে কাজ করতে এসেছি। শিল্পীদের কোনও রং থাকে না।” সুদীপ্ত সেন কি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ? তাঁর জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে অনেকে সমালোচনা করেছেন প্রকাশ্যে। সেই বিষয়টা কীভাবে দেখেন? সুদীপ্তর সাফ জবাব, ”আমি কার ঘনিষ্ঠ নিজেও জানি না জানুয়ারিতে ‘চড়ক’ বলে একটা ছবি আসবে, সেটা দেখে অনেকেই বলেছেন, গেরুয়া শিবিরের নাকি রাগ হবে আমার উপর। সেই ছবিতে সুব্রত দত্ত একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন। কোন শিবিরকে খুশি করব, কোন শিবির কষ্ট পাবে, এসব দেখে ছবি বানাই না। আমি মানুষের জন্য ছবি তৈরি করি। যখন কলকাতায় আসি, একজন গর্বিত বাঙালি। যখন মুম্বইয়ে থাকি, একজন গর্বিত প্রবাসী বাঙালি। বাংলার যেটা ঐতিহ্য, মানুষের কথা, তাঁদের সমস্যার কথা সকলের আগে বলেন পরিচালকরা, আমার হাতে সেই মশাল। আমার কোনও রাজনৈতিক আইডেন্টিটি নেই।

সুদীপ্ত সেন কলকাতা শহরের উপর ছবি করলে বিস্ফোরণ ঘটাতে পারেন, এটা অনেকে মনে করেন। পরিচালক তা শুনে, আপাতত শুধু হাসলেন। ডিসেম্বরে এই শুটিংয়ের জন্য কোন-কোন অভিনেতা-অভিনেত্রীকে শহরে পাওয়া যাবে, এখন সেটাই দেখার অপেক্ষা।