প্রেম দিবসের উপহারে আস্ত একটা প্লেন! চিঠিতে জ্যাকলিনকে বিয়ের প্রস্তাব দিলেন কে?
প্রেম দিবসে প্রেমিকা অনেকেই দামি উপহার দেন। এমনকী, ইতিহাসে রয়েছে, প্রেমিকাকে বাড়ি, গাড়ি, এমনকী সমুদ্রের মাঝে দ্বীপ উপহার দেওয়ার মতো ঘটনাও। তবে এসবকে যেন ছাপিয়ে গেলেন জ্যাকলিনের পাগল প্রেমিক! প্রেম দিবসে সেই পাগল প্রেমিকের কাছ থেকেই আস্ত একটা প্লেন উপহার পেলেন জ্যাকলিন!

প্রেম দিবসে প্রেমিকা অনেকেই দামি উপহার দেন। এমনকী, ইতিহাসে রয়েছে, প্রেমিকাকে বাড়ি, গাড়ি, এমনকী সমুদ্রের মাঝে দ্বীপ উপহার দেওয়ার মতো ঘটনাও। তবে এসবকে যেন ছাপিয়ে গেলেন জ্যাকলিনের পাগল প্রেমিক! প্রেম দিবসে সেই পাগল প্রেমিকের কাছ থেকেই আস্ত একটা প্লেন উপহার পেলেন জ্যাকলিন!
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। জ্যাকলিনকে কিছুতেই ভুলতে পারছেন না ঠগ সুকেশ চন্দ্রশেখর। জ্যাকলিন তাঁকে পাত্তা না দিলেও, সুকেশ কিন্তু জ্যাকলিনের মন গলাতে একটা সুযোগও মিস করছেন না। আর তাই তো, প্রতিবারের মতো এবারও প্রেম দিবসে জ্যাকলিনের উদ্দেশে লিখে ফেললেন প্রেমের চিঠি। জেলে বসেই জ্যাকলিনকে জানালেন, আমি তোমাকে ভালোবাসি। আর সঙ্গে জানালেন, তাঁর ঘোরা ফেরার সুবিধার জন্যই তাঁকে একটা বিমান উপহার দিলেন। যাঁর গায়ে লেখা জে এফ। অর্থাৎ জ্যাকলিন ফার্নান্ডেজ।
প্রেমের চিঠিতে সুকেশ লিখলেন, ভ্যালেন্টাইনস ডে আমাদের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ। এই দিনটিতেই আমাদের সম্পর্কের শুরু। রাগ-অভিমানের পালাও শেষ। তাই এই দিনটাতেই তোমাকে মনের কথা জানানোর জন্য বেছে নিলাম ফের। আর সঙ্গে উপহার দিলাম গাল্ফস্ট্রিম বিমান। একেবারে তোমার নাম লেখা। এই বিমানে চড়েই তুমি বিশ্বভ্রমণ করো। কেউ তোমাকে কিচ্ছুটি বলবে না। আর আমরা খুব শীঘ্রই এক হবো। কথা দিলাম।
কোটি কোটি টাকার দুনীর্তি করে আপাতত জেলের ঘানি টানছেন সুকেশ চন্দ্রশেখর। এই চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছিল। এমনকী, রটেছিল জ্যাকলিন নাকি এই সুকেশের কাছ থেকেই পেয়েছেন দামি দামি গাড়ি।
