AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী সুমনা চক্রবর্তী

সুমনা এন্ডোমেট্রাইোসিস রোগে আক্রান্ত। যথেষ্ট খরচ সাপেক্ষ এর চিকিৎসা। কাজ না থাকায় সেই অর্থে তাঁর কোনও রোজগার নেই।

জটিল রোগে আক্রান্ত অভিনেত্রী সুমনা চক্রবর্তী
সুমনা চক্রবর্তী।
| Updated on: May 15, 2021 | 2:26 PM
Share

সুমনা চক্রবর্তী (Sumona Chakravarti)। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। বিশেষত এক সময় ‘দ্য কপিল শর্মা শো’-এ তাঁর উজ্জ্বল উপস্থিতি দর্শক মনে রেখেছেন। দীর্ঘদিন তাঁর হাতে কাজ নেই। এমনকি ২০১১ সাল থেকে তিনি একটি জটিল রোগে আক্রান্ত। সদ্য এ সব নিয়ে মুখ খুলেছেন সুমনা।

সুমনা এন্ডোমেট্রাইোসিস রোগে আক্রান্ত। যথেষ্ট খরচ সাপেক্ষ এর চিকিৎসা। কাজ না থাকায় সেই অর্থে তাঁর কোনও রোজগার নেই। কিন্তু তা সত্ত্বেও নিজের এবং পরিবারের খরচ চালিয়ে নিয়ে যেতে পারছেন। এ জন্য নিজেকে সুবিধাভোগী শ্রেণীর বলে মনে করেন।

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে লম্বা পোস্ট লিখেছেন সুমনা। ‘অনেকদিন পরে বাড়িতে সঠিক পদ্ধতিতে ওয়ার্কআউট করলাম। … আমার কাজ না থাকতে পারে কিন্তু আমার পরিবার এবং আমার খাওয়ার ব্যবস্থা এখনও করতে পারছি। আমি প্রিভিলেজড। কিন্তু কখনও অপরাধী মনে হয়।… মুড সুইং করে। এর আগে কখনও একটা বিষয় শেয়ার করিনি। ২০১১ থেকে এন্ডোমেট্রাইোসিস রোগের সঙ্গে লড়াই করছি। চতুর্থ স্টেজে রয়েছি। ভাল খাবার অভ্যেস, ব্যায়াম এবং কোনও স্ট্রেস না নিলে তবেই আমি ভাল থাকব। লকডাউন মানসিক ভাবেও আমার জন্য কঠিন ছিল’, লিখেছেন তিনি।

এতদিন পরে নিজের মনের কথা শেয়ার করেছেন সুমনা। তাঁর মতে, এই লেখা যাঁরা পড়বেন তাঁরা বুঝতে পারবেন চকচক করলেই সব সোনা হয় না। প্রত্যেকের জীবনেই বেঁচে থাকার লড়াই রয়েছে। সেই লড়াইয়ের পথে সকলেরই ভালবাসা, দয়া, পাশে থাকার প্রয়োজন রয়েছে। নিজের কমর্ফট জোনের বাইরে গিয়েই যন্ত্রণার কথা শেয়ার করেছেন বলে জানান সুমনা। এতে যদি একজনও অনুপ্রেরণা পান, কারও মুখে লড়াইয়ের পরও হাসি ফোটে, তাতেই তাঁর ভাল লাগবে।

সুমনার এই জটিল রোগের কথা এতদিন পরে জানতে পারলেন তাঁর সতীর্থরা। অনেকেই তাঁর পোস্টে কমেন্ট করে তাঁর আরোগ্য কামনা করেছেন। ‘কস্তুরী’, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘জামাই রাজা’-র মতো ধারাবাহিকে কাজ করা সুমনা কবে ফের অভিনয়ে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন, ‘মিস মাই বেবি ক্যাসপার’, কার কথা বললেন মালাইকা?