গ্র্যামির মঞ্চে এই বিভাগে তিনবার জয়ী হয়ে রেকর্ড গড়লেন টেলর সুইফ্ট
কখনও বিয়ন্সে আবার কখনও বা টেলর সুইফ্ট-- মহিলা সঙ্গীতশিল্পী হিসেবে রেকর্ড সৃষ্টি করলেন এই দুই জনপ্রিয় তারকা।

এবারের গ্র্যামির মঞ্চে যেন একের পর এক চমক। কখনও বিয়ন্সে আবার কখনও বা টেলর সুইফ্ট– মহিলা সঙ্গীতশিল্পী হিসেবে রেকর্ড সৃষ্টি করলেন এই দুই জনপ্রিয় তারকা। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যামি সম্মানের অধিকারী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন বিয়ন্সে অন্যদিকে এই প্রথম কোনও মহিলা সঙ্গীতশিল্পী হয়ে তিন বার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ অর্থাৎ শ্রেষ্ঠ অ্যালবামের সম্মান ছিনিয়ে নিলেন টেলর সুইফ্ট। তাঁর অ্যালবাম ‘ফোকলোর’-এর জন্য এই সম্মানে ভূষিত হলেন টেলর।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘ফিয়ারলেস’ অ্যালবামের জন্য প্রথম বার এই সম্মান পেয়েছিলেন টেলর সুইফ্ট। এর পরে ২০১৬ সালে ‘১৯৮৯’ নামক অন্য এক অ্যালবামের জন্য আবারও ওই একই বিভাগে সেরার সেরা শিরোপা মাথায় ওঠে তাঁর। এ যাবত মোট আটটি অ্যালবাম বের করেছেন তিনি। ‘ফোকলোর’ সাম্প্রতিকতম। সেই অ্যালবামও ছিনিয়ে নিল মুকুট। টেলরের কেরিয়ারে তৈরি করল নয়া রেকর্ড।
View this post on Instagram
এর আগে ওই বিভাগে কোনও মহিলা বিজয়ী না হলেও পল সিমন, স্টিভ ওয়ান্ডার, ফ্র্যাঙ্ক সিনাত্রার মতো শিল্পীরা ওই বিভাগে বিজয়ী হয়েছিলেন। ‘ফোকলোর’ অ্যালবামটি কোয়রান্টিনে থাকাকালীনই বানিয়েছিলেন টেলর। সহকারীদের সঙ্গে সম্মুখ সাক্ষাৎও হয়নি তাঁর। অবশেষে সেই পরিশ্রমের মূল্য পেলেন গায়িকা। রেকর্ড গড়লেন তিনি।
সোমবারই অনুষ্ঠিত হল ৬৩ তম গ্র্যামি অ্যাওয়ার্ড। ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কমেডিয়ান ট্রেভর নোয়া। তবে শুধু বিয়ন্সে অথবা টেলর নন, গ্র্যামি ২০২১-এ চমকে দিয়েছেন ২৬ বছর বয়সী অ্যামেরিকান র্যাপান মেগান দি স্ট্যালিয়ন। ২০২১ গ্র্যামির মঞ্চে তাঁর প্রাপ্ত পুরস্কারের সংখ্যা তিন। তাঁর ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ র্যাপ সঙ্গীত এবং শ্রেষ্ঠ র্যাপ পারফরমেন্সের সম্মান।





