Bengali Serial TRP: সেরা দশে নেই ‘মিঠাই’, জগদ্ধাত্রীকে টক্কর দিয়ে TRP তালিকায় প্রথম কে?
Bengali Serial: 'মিঠাই' ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও, এই ধারাবাহিকের নম্বর স্কোরবোর্ডে নজরে এলো না।
মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও ছন্দে ফিরল ‘অনুরাগের ছোঁয়া’। গত কয়েক সপ্তাহ প্রথম স্ছান থেকে সরে গিয়েছিল এই ধারাবাহিক। কড়া টক্করে সামিল জগদ্ধাত্রী জায়গা করে নিয়েছিল প্রথম স্থানে। তবে চলতি সপ্তাহে সেই সমীকরণ পাল্টে আবারও শীর্ষে স্থান দখল করল ‘অনুরাগের ছোঁয়া’ (৮.২)। দ্বিতীয়স্থান দখল করে নিল ধারাবাহিক জগদ্ধাত্রী (৭.৯)। তবে তৃতীয়স্থানে নিজের জায়গা ধরে রাখল ধারাবাহিক গৌরী এলো। তার প্রাপ্ত নম্বর ৭.৪। একাধিকবার ট্রোলের শিকার হলেও, এই ধারাবাহিকের মূল গল্পের থেকে বেশ কিছুটা পাল্টে গেলেও আদপে তা যে দর্শকদের মনে জায়গা ধরে রেখেছে, তার প্রমাণ মিলছে বারে বারে। চতুর্থ স্থান দখল করল ধারাবাহিক নিম ফুলের মধু। প্রাপ্ত নম্বর ৭.২।
প্রথম পাঁচে এবার জায়গা করতে পারেনি মেয়েবেলা, রাঙাবউ কিংবা পঞ্চবী। পঞ্চমস্থান দখল করে নিয়েছে ধারাবাহিক বাংলা মিডিয়াম (৬.২)। এরপর তালিকায় ষষ্ঠ স্থানে রাঙা বউ (৬.১), সপ্তম স্থানে এক্কা দোক্কা (৫.৯) ও অষ্টমস্থানে পঞ্চমী (৫.৮) জায়গা করে নেয়। তবে রামপ্রসাদ ও মিঠাই ধারাবাহিকের স্থান হল না প্রথম দশে। নবম স্থানে জায়গা দখল করে নিল মেয়েবেলা (৫.৭) ও দশমস্থানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ/ হরগৌরী পাইস হোটেল (৫.৫)।
মিঠাই ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও, এই ধারাবাহিকের নম্বর স্কোরবোর্ডে নজরে এলো না। এক সময় টানা একবছর ধরে প্রথম স্থান দখল করে রেখেছিল এই ধারাবাহিক। একইভাবে রমরমিয়ে শুরু হওয়া ধারাবাহিক সোহাগ জলও তালিকায় জায়গা করতে পারল না।
একনজরে TRP তালিকা– অনুরাগের ছোঁয়া (৮.২), জগদ্ধাত্রী (৭.৯), গৌরী এলো (৭.৪), নিম ফুলের মধু (৭.২), বাংলা মিডিয়াম (৬.২), রাঙা বউ (৬.১), এক্কা দোক্কা (৫.৯), পঞ্চমী (৫.৮), মেয়েবেলা (৫.৭), কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ/ হরগৌরী পাইস হোটেল (৫.৫)।