AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘স্বাধীনতা দিবসে পরাধীনতার এক বছর পূর্তি’ মানালি-অভিমন্যুর বিবাহবার্ষিকী

Manali Manisha Dey and Abhimanyu Mukherjee: গত বছর লকডাউনের মধ্যেই বিয়ে করেছিলেন এই জুটি। ফলে একেবারেই ঘরোয়া অনুষ্ঠান করতে হয়েছিল। পরিবার ও ঘনিষ্ঠ হাতে গোনা বন্ধুদের উপস্থিতিতে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন মানালি-অভিমন্যু।

‘স্বাধীনতা দিবসে পরাধীনতার এক বছর পূর্তি’ মানালি-অভিমন্যুর বিবাহবার্ষিকী
দম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 9:05 AM
Share

১৫ অগস্ট নাকি ব্যক্তি জীবনে পরাধীন হয়েছিলেন তাঁরা। অর্থাৎ পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় এবং অভিনেত্রী মানালি মনীষা দে। আসলে ১৫ অগস্ট, ২০২০ রেজিস্ট্রি করে বিয়ে করেছিলেন এই জুটি। আজ তাঁদের বিবাহবার্ষিকী।

সোশ্যাল মিডিয়ায় নিজেজের বিভিন্ন মুহূর্তের ছবি জুড়ে একটি ভিডিয়ো শেয়ার করে অভিমন্যুকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন মানালি। তিনি লিখেছেন, ‘স্বাধীনতা দিবসে তোমার পরাধীনতার এক বছর পূর্তি। হ্যাপি অ্যানিভার্সারি।’ দম্পতির বন্ধু, আত্মীয়রাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

গত বছর লকডাউনের মধ্যেই বিয়ে করেছিলেন এই জুটি। ফলে একেবারেই ঘরোয়া অনুষ্ঠান করতে হয়েছিল। পরিবার ও ঘনিষ্ঠ হাতে গোনা বন্ধুদের উপস্থিতিতে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন মানালি-অভিমন্যু। এক বছর পেরিয়ে নতুন অনেক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন তাঁরা। বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। মানালি মাকে হারিয়েছেন। বাড়িতে রয়েছেন দাদু এবং বাবা। অন্যদিকে অভিমন্যুর পরিবারে মা, বাবা এবং দাদা রয়েছেন। দুই পরিবার নিয়ে আনন্দে রয়েছেন তাঁরা।

বাংলা টেলিভিশনে আবারও ফিরেছে ‘ম্যাজিক’। ফিরেছে প্রযোজক-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী মানালি দে’র কেমিস্ট্রি। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় এবং চিত্রনাট্যে আবারও মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি। ধারাবাহিকের নাম ‘ধুলোকণা’। আরও আগে এই ধারাবাহিক শুরু হওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। তবে শুরুর কিছুদিনের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। অভিনয় গুণে অন্যান্য ধারাবাহিকের তুলনায় অনেকটাই এগিয়ে ‘ধুলোকণা’।

এর আগে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে ‘নকশি কাঁথা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে মানালির অভিনয় দেখেছিলেন দর্শক। সেখানে সুমন দে ছিলেন তাঁর বিপরীতে। আর এই ধারাবাহিকে রয়েছেন ইন্দ্রাশিস রায়। মানালি-ইন্দ্রাশিসের জুটিকে প্রথম অনস্ক্রিন দেখছেন দর্শক। সাবিত্রী চট্টোপাধ্যায়, ময়না মুখোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরি, প্রীতি বিশ্বাসের মতো শিল্পীরা রয়েছেন বিভিন্ন চরিত্রে।

অভিমন্যুর পরিচালনায় ‘নিমকি ফুলকি’র দুটো পার্টে অভিনয় করেছেন মানালি। সেখান থেকেই কার্যত তাঁদের প্রেমের শুরু। বড়পর্দার জন্য ‘লকডাউন’ নামের একটি ছবিতে অভিমন্যু পরিচালনায় কাজ করেছেন মানালি। ব্যক্তিগত সম্পর্ক থাকলেও ফ্লোরে অভিমন্যু এবং মানালি পেশাদার। অভিনেত্রী আগেই শেয়ার করছিলেন, “ফ্লোরে ও একদমই ডিরেক্টর। আমাকেও অন্য প্রজেক্টের মতোই প্রথমে গল্প বলা হয়েছিল, শুনেছি। একটু সময় নিয়েছি। তারপর কনফার্ম করেছি। অন্য আর্টিস্টদের মতে ট্রিট করেছে। ডিরেক্টর হিসেবে ট্রিট করেছে।”

প্রসঙ্গত, মানালি এবং অভিমন্যু দুজনেরই আগের সম্পর্কে দাম্পত্য বিচ্ছেদের অভিজ্ঞতা হয়েছে। তবে সে সব এখন অতীত। নিজেদের সম্পর্ককে আগলে রাখতে জানেন তাঁরা। বন্ধুদের পাশাপাশি অনুরাগীরাও তাঁদের এই বিশেষ দিনে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন, দুই ছেলেকে নিয়ে মলদ্বীপে ছুটি কাটাতে গেলেন সইফ-করিনা