AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বসন্তের হাওয়া গায়ে মেখে ছাদনাতলায় মধুমিতা-দেবমাল্য, কেমন হল বিয়ের সাজ?

বিয়ের আসরে সাবেকি সাজেই ধরা দিলেন মধুমিতা। পরনে থাকবে তপ্ত কাঞ্চন বরণ লাল বেনারসী, যাতে থাকবে জমকালো জরি ও সুতোর কাজ। গা ভর্তি থাকবে হাতে গড়া সোনার গয়না— নথ, ঝুমকো আর মাথায় সোনার মুকুট। সিঁথিতে দেবমাল্যের দেওয়া সিঁদুর আর কপালে চন্দনের কলকায় মধুমিতাকে এক মায়াবী রূপসী বধূ হিসেবে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁর অনুরাগীরা।

বসন্তের হাওয়া গায়ে মেখে ছাদনাতলায় মধুমিতা-দেবমাল্য, কেমন হল বিয়ের সাজ?
| Edited By: | Updated on: Jan 23, 2026 | 10:50 PM
Share

বসন্তের সন্ধ্যায় জীবনের নতুন ইনিংস শুরু করছেন টলিউডের মিষ্টি অভিনেত্রী মধুমিতা সরকার। শৈশব থেকে যাকে চিনেছেন, যার সঙ্গে বড় হওয়া, সেই দেবমাল্য চক্রবর্তীর গলায় মালা দেবেন অভিনেত্রী। অগ্নিকে সাক্ষী রেখে শুরু হবে তাঁদের এক অনন্য পথ চলা।

গত কয়েক মাস ধরে শুটিং ফ্লোর আর কস্টিউম ট্রায়ালের মাঝেই চলেছে বিয়ের চূড়ান্ত প্রস্তুতি। কেনাকাটা থেকে শুরু করে কার্ড বিলি সবই সামলেছেন নিজের হাতে। এক বাগানবাড়িতে বসছে চাঁদের হাট। আত্মীয়-স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে সেখানে সম্পন্ন হবে মধুমিতা ও দেবমাল্যর বিয়ের লৌকিক আচার।

সবার নজর এখন সন্ধ্যার মূল লগ্নের দিকে। বিয়ের আসরে সাবেকি সাজেই ধরা দিলেন মধুমিতা। পরনে ছিল লাল বেনারসী,  জমকালো জরি ও সুতোর কাজ। গা ভর্তি হাতে গড়া সোনার গয়না— নথ, ঝুমকো আর মাথায় সোনালি মুকুট। সিঁথিতে দেবমাল্যের দেওয়া সিঁদুর আর কপালে চন্দনের কলকায় মধুমিতাকে মায়াবী রূপসী বধূ বেশ যে সবার নজর কাড়বে তা বলাই বাহুল্য।

বিয়ের সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। দেবমাল্য আর মধুমিতার ছোটবেলার বন্ধুত্বের ছবি শেয়ার করে অনেকেই লিখছেন, “এমন রূপকথার মতোই হোক প্রতিটি প্রেমের গল্প।”

সব মিলিয়ে, বসন্তের এই শুক্রবার টলিউড পেতে চলেছে এক নতুন ঘরনীকে। অভিনয় জীবনের চড়াই-উতরাই পেরিয়ে মধুমিতা এখন তাঁর হৃদয়ের রাজপুত্রের সঙ্গে নতুন সংসার গড়ার স্বপ্নে বিভোর।