SIR: শুনানিতে হাজিরই হলেন না, বাদ পড়বে আনম্যাপড ৩ লক্ষ নাম? কী বলছে কমিশন?
SIR In WB: গত ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু করেছিল কমিশন। যাঁরা আনম্যাপড ভোটার ছিলেন, তাঁদের ডাকা শুরু হয়। ৩২ লক্ষেরও বেশি ভোটারকে ডাকা শুরু হয়। দেখা যাচ্ছে, ২ সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। তাঁদের মধ্যে ১০ শতাংশ হাজিরই হননি।

কলকাতা: রাজ্যের আনম্যাপড ভোটারদের ১০ শতাংশ হাজিরাই দেননি শুনানিতে। রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা ৩২ লক্ষ। তাঁদের মধ্যে যদি ১০ শতাংশ হাজিরা না দেন, প্রায় ৩ লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই খবর। নাম বাদ দেওয়ার আগে ফের স্ক্রুটিনি করতে পারে কমিশন।
গত ২৭ ডিসেম্বর থেকে শুনানি শুরু করেছিল কমিশন। যাঁরা আনম্যাপড ভোটার ছিলেন, তাঁদের ডাকা শুরু হয়। ৩২ লক্ষেরও বেশি ভোটারকে ডাকা শুরু হয়। দেখা যাচ্ছে, ২ সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। তাঁদের মধ্যে ১০ শতাংশ হাজিরই হননি। কমিশনের বক্তব্য, হয় তাঁদের কাছে প্রয়োজনীয় নথি ছিল না, বা অন্যত্র কোথাও চলে গিয়েছে। যে অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে করা হচ্ছিল বারবার সেই বিষয়টি এখন প্রাসঙ্গিক হয়ে উঠছে।
তবে কমিশনেরও বক্তব্য, এখনই নাম বাদ দেওয়া হবে না। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদের আগে ফের আরেকবার স্ক্রুটিনি করবে কমিশন। তারপরও যদি তাঁরা না আসেন, তাহলে তাঁদের নাম বাদ যাবে।
উল্লেখ্য, এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২ কোটির বেশি নাম বাদ যেতে পারে। সেটা কি সত্যি? TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তার উত্তর দিয়েছেন বাংলায় নিযুক্ত কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর আবার বক্তব্য, “৩২ লক্ষ নাম আনম্যাপড। ১ কোটির কিছু বেশি নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা গিয়েছে। এর মধ্যে বেশিরভাগই নামের বিভ্রাট। যদি ধরেও নিই সব নাম বাদ যাবে, তাহলেও ২ কোটি হচ্ছে না।”
