Shruti Das: বরের জন্মদিনে বিশেষ আয়োজন, ঘনিষ্ঠ ছবি পোস্ট করে স্বর্ণেন্দুকে শুভচ্ছা শ্রুতির
Viral Post: অন্যদিকে রিয়েল লাইফেও তাঁরা একে অন্যের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। সোশ্যাল মিডিয়া তাঁরা বরাবরই সক্রিয়। মাঝেমধ্যেই নানা পোস্ট করে থাকেন ব্যক্তিগত জীবন থেকে।
শ্রুতি দাস, বরাবরই স্বর্ণেন্দু সম্মাদার ও শ্রুতি দাস জুটি টেলিপাড়ায় চর্চিত। টেলিভিশনে পর্দা থেকে তাঁদের সম্পর্ক সুত্রপাত। প্রথম থেকেই একে অপরকে মন দিয়েছিলেন তাঁরা শুটিং সেটে। প্রাথমিকভাবে এই জুটি বাস্তবে যে ঘর করবে, তা অনেকেই মেনে নিতে পারেননি। কেউ তাঁদের বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষ করেছিলেন, কেউ আবার জানিয়েছিলেন এই সম্পর্ক বেশিদিন টেকার নয়। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এই জুটিকে তাই ভক্তরা পছন্দের তালিকাতেই রাখতে বেশি পছন্দ করেন। রিন লাইফে তাঁদের সমীকরণ বরাবরই হিট। স্বর্ণেন্দুর পরিচালনায় শ্রুতির অভিনয় বারবার প্রশংসিত হয়েছে ভক্তমহলে। বর্তমানে ‘রাঙাবউ’ ধারাবাহিকও TRP-র তালিকায় জায়গা করে নিয়েছে।
View this post on Instagram
অন্যদিকে রিয়েল লাইফেও তাঁরা একে অন্যের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। সোশ্যাল মিডিয়া তাঁরা বরাবরই সক্রিয়। মাঝেমধ্যেই নানা পোস্ট করে থাকেন ব্যক্তিগত জীবন থেকে। এবার প্রকাশ্যে এল স্বর্ণেন্দু সমাদ্দারের জন্মদিনের সেলিব্রেশানের বেশ কিছু ছবি। বিয়ের পর বরের প্রথম জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন শ্রুতি দাস? সম্প্রতি ফলতায় গঙ্গার পারে এক রিসোর্ট পৌঁছে যান তাঁরা। রবিবার মধ্য রাত থেকে শুরু হয়েছে সেলিব্রেশন। কেক কাটা থেকে শুরু করে আদরের চুম্বন, একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার শ্রুতি। ক্যাপশনে লিখলেন ‘শুভ জন্মদিন বর’। এই পোস্ট দেখামাত্রই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। ঝড়ের গতিতে ভাইরাল হয় ছবি। সকলেই এই জুটিকে দেখে বেজায় মুগ্ধ, স্বর্ণেন্দু ও শ্রুতি এখন ছুটিতেই। তবে এই ছুটি মাত্র একদুদিনেরই।
View this post on Instagram