Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adrit Roy: দীর্ঘ দিনের প্রেম ভাঙল আদৃত রায়ের, ভেস্তে গেল বিয়েও!

গত বছরের শুরুতেই আচমকা 'ফাঁস' হয়ে যায় আদৃত ও সুপ্রিয়ার প্রেমের কথা। আদৃতের বান্ধবী অভিনেত্রী অনামিকা চক্রবর্তীই দায়িত্ব নিয়ে ফাঁস করেছিলেন বন্ধুর প্রেমের কথা। অনামিকার জন্মদিনে আমন্ত্রিত ছিল আদৃত ও সুপ্রিয়া।

Adrit Roy: দীর্ঘ দিনের প্রেম ভাঙল আদৃত রায়ের, ভেস্তে গেল বিয়েও!
অনামিকার জন্মদিনে একসঙ্গে আদৃত ও সুপ্রিয়া।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2022 | 4:05 PM

প্রেমিকার ছবি প্রকাশ্যে এসেছিল। শোনা গিয়েছিল বিয়ের গুঞ্জনও। অথচ বছর শুরুতেই শোনা গেল প্রেম ভাঙার খবর। কথা হচ্ছে টেলিভিশনের চেনা মুখ, ধারাবাহিকের ‘উচ্ছেবাবু’ ওরফে আদৃত রায়ের। টেলিপাড়ার গুঞ্জন বলছে, অভিনেতার ব্যক্তিগত জীবনে নাকি উথাল পাথাল। দীর্ঘ দশ বছরের প্রেম ভেঙেছে কিছু মাস আগেই। এমনকি গত বছরের শেষে আদৃতের বিয়ের যে গুঞ্জনও শোনা গিয়েছিল তাও নাকি এই মুহূর্তে বিশ বাঁও জলে। বিসমিল্লার সানাই বাজেনি রায় পরিবারে, জানাচ্ছে সূত্র। সত্যিই কি তাই?

টিভিনাইন বাংলা এ ব্যাপারে বক্তব্য জানতে ফোন করেছিল অভিনেতাকে। তাঁর ফোন জানিয়েছে, ‘এই মুহূর্তে তিনি আপনার কলটি নিতে পারছেন না…’। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আদৃতের একদা সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু এ বিষয়ে মুখ খুলেছেন আমাদের কাছে। তিনি বলেছেন, “হ্যাঁ, আদৃতের বিয়েটা হচ্ছে না। সুপ্রিয়া (আদৃতের প্রাক্তন প্রেমিকা) -র সঙ্গে ও আর সম্পর্কে নেই। শুনেই ভীষণ খারাপ লেগেছিল। ওদের এতদিনের প্রেম তো…।” কেন ভাঙল প্রেম? সে বিষয়ে যদিও কিছুই জানেন না বলে ‘দাবি’ সেই ‘বন্ধু’র। অন্যদিকে টলিপাড়ার খবর বলছে আদৃতের সঙ্গে বিয়ে ভাঙার পর সুপ্রিয়াও মন দিয়েছেন অন্যপুরুষকে। সম্পর্কও এগচ্ছে বিয়ের দিকেই।

গত বছরের শুরুতেই আচমকা ‘ফাঁস’ হয়ে যায় আদৃত ও সুপ্রিয়ার প্রেমের কথা। আদৃতের বান্ধবী অভিনেত্রী অনামিকা চক্রবর্তীই দায়িত্ব নিয়ে ফাঁস করেছিলেন বন্ধুর প্রেমের কথা। অনামিকার জন্মদিনে আমন্ত্রিত ছিল আদৃত ও সুপ্রিয়া। সেখানেই অনামিকার প্রেমিক উদয় প্রতাপ সিংসহ আদৃত ও সুপ্রিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন অনামিকা। লিখেছিলেন, “মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, থ্যাঙ্কস ফর মেকিং মাই বার্থ ডে সো স্পেশ্যাল”। আদৃত তখনও চুপ ছিলেন, তবে পাপারাজ্জি জানতে পেরেছিল পাশে দাঁড়ানো সুপ্রিয়াই আদপে অভিনেতার ‘হবু বউ’। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী এ সবই ‘ফেলে আসা অতীত’।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আড়ালে থেকেছেন অভিনেতা। মাঝে তাঁকে নিয়ে জড়িয়েছিল দিতিপ্রিয়ারও নাম। বেশ কিছুদিন গুঞ্জন চলার পর তা যদিও থিতিয়ে যায়। এবারেও তাঁর প্রেম ভাঙার খবর নিয়ে টলিপাড়ায় জোর আলোচনা চললেও উচ্ছেবাবু স্পিকটি নট। কেন ভাঙল এত বছরের প্রেম? ঠিক কী হয়েছিল?  এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে টেলিপাড়ার আনাচে কানাচে।

View this post on Instagram

A post shared by ADRIT ROY (@adritroyfc)