Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive Manali Dey: আজ থেকেই শুরু নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’, TRP নিয়ে কতটা চিন্তা মানালীর?

Bengali Serial: ৩ জুলাই থেকে শুরু হচ্ছে মানালীর নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। ধারাবাহিক নিয়ে TV9 বাংলাকে মানালী কী জানালেন?

Exclusive Manali Dey: আজ থেকেই শুরু নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা', TRP নিয়ে কতটা চিন্তা মানালীর?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 4:47 PM

জয়িতা চন্দ্র

‘বউ কথা কও’ হোক কিংবা ‘ধুলোকণা’, মানালী দের ধারাবাহিক মানেই তা দর্শক মনে জায়গা করে এসেছে। এবার শুরু নতুন পথ চলা। সোমবার অর্থাৎ ৩ জুলাই থেকে শুরু হচ্ছে মানালীর নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা। ধারাবাহিক নিয়ে TV9 বাংলাকে মানালী বললেন, ‘সত্যি বলছি, আমার দারুণ লাগছে, আমার নতুন ধারাবাহিক আসছে। এখনও পর্যন্ত প্রোমো দেখে দর্শকেরা ভীষণ ভালবাসা দিয়েছেন। খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। এর ফলে দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়। আমার মনে হয় দর্শকের এই গল্পটা বেশ ভাল লাগবে। আমরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ধারাবাহিকের টিআরপি প্রসঙ্গে অভিনেত্রী জানান, দেখুন আমি যে কাজটা করি, সেখানে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি’

তবে বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তাই যথেষ্ট নয়, সঙ্গে টিআরপির তালিকা নিয়েও বেজায় চর্চা থাকে তুঙ্গে। ধারাবাহিক ভাল ফল না করতে পারলেই তা বন্ধের ভয় থাকা, এখনই খবর টেলি দুনিয়ায়। এই টিআরপি মানালীকে কতটা ভাবায়? তিনি বলেলন, ‘নিঃসন্দেহে একটা টিআরপির ব্যপার থাকে। যা বাড়লে খুবই ভাল লাগে। আর যদি টিআরপি কম আসে, তখন নিজের সেরাটা দেওয়া চেষ্টাটা আরও বেড়ে যায়। তখন মনে হয় আরও ভাল করতে হবে, যদি TRP টা বাড়ে। সেই অনুপ্রেরণাটা নিয়েই এগোই। এই টুকুই বলব। কারণ আগে আমরা যখন কাজ করতাম, শুরুর দিকে যে ধারাবাহিকের কথা আপনি বলছেন, তখন টিআরপি নিয়ে এতটা চর্চা হত না। আমি অন্তত এতটা বুঝতাম না কী হচ্ছে, কী হচ্ছে না।’

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এখন তো পরিস্থিতি পাল্টেছে। এখন দেখি আমার বাড়িতেও সবাই মোটামুটি প্রতিটা ধারাবাহিকের রেটিং জানে। আগে তো কেবল চ্যানেল জানত। আমিও জানতাম না, পরিস্থিতিটা এমন ছিল। এখন বিষয়টা খোলামেলা। প্রকাশ্যে। সেই জায়গা থেকে তো বিষয়টা খানিকটা নজরে রাখতেই হয়। ক্লাসে প্রথম এলে তো সবারই ভাল লাগে। তখন আনন্দটা বেশি হয়। আর যদি না হই, তখন মনে হয়, আরও ভাল করতে হবে, আরও এগিয়ে যেতে হবে। তবে একটা কথা বলতে পারি, টিআরপি নিয়ে আমি ভীষণ চিন্তিত এমনটা নয়। গল্প মানুষের ভাল লাগুক, চরিত্র মানুষের ভাল লাগুক, লোকে যদি রিলেট করতে পারে তাহলেই অনেকটা আশা পূরণ হয়। এখন এটাই মূল লক্ষ্য আমি বা আমাদের টিমের।’ আজ অর্থাৎ সোমবার, ৩ জুলাই থেকে এই ধারাবাহিক সম্প্রচারিত হবে জিবাংলার পর্দায়, সন্ধে ৬.৩০টায়।