Monalisa Struggle: ‘কেউ কাজের সুযোগ দেয়নি, ভোজপুরী ছবি ভাগ্য ফেরায় আমার’, লড়াই নিয়ে অকপট ঝুমা বৌদি

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Mar 19, 2023 | 1:57 PM

Monalisa: অনেক সুবিধাই তাঁর সময় ছিল না, যা বর্তমানে সকলে অনায়াসে পাচ্ছে। ফলে এখন কাজ পাওয়াটা, নিজেকে তুলে ধরাটা অনেকবেশি সুবিধের বলেই মনে করেন অভিনেত্রী।

Monalisa Struggle: 'কেউ কাজের সুযোগ দেয়নি, ভোজপুরী ছবি ভাগ্য ফেরায় আমার', লড়াই নিয়ে অকপট ঝুমা বৌদি

মোনালিসা, বাংলার ঝুমা বৌদি, বর্তমানে তিনি গোটা ভারতে এক পরিচিত মুখ। তবে কেরিয়ারের শুরুটা কি সত্যি এতটা সুন্দর ছিল? বিগ বস হোক বা নজর ধারাবাহিক, বারে বারে চর্চিত তাঁর উপস্থিতি। তিনি যখন কাজ শুরু করেছিলেন তাঁর কথায়, মোটেও সবটা খুব স্বাভাবিকভাবে হয়নি। কারণ তাঁর সময় অনেক কিছু ছিল না, অনেক সুবিধাই তাঁর সময় ছিল না, যা বর্তমানে সকলে অনায়াসে পাচ্ছে। ফলে এখন কাজ পাওয়াটা নিজেকে তুলে ধরাটা অনেকবেশি সুবিধের বলেই মনে করেন অভিনেত্রী। তাঁর সময় নিজেকে প্রমাণ করতে যতটা পরিশ্রম করতে হতো, তা এখনকার অভিনেত্রীদের করতে হয় না। যার একটি বড় কারণ সোশ্যাল মিডিয়া।

নিজের অভিনয় জার্নি সম্পর্কে কী বললেন ঝুমা বৌদি? ”আমি ছোট থেকেই ক্যামেরার সামনে থাকতে চাইতাম। আমি বরাবরই একজন শিল্পী হতে চেয়েছিলাম। এরপর যখন আমি কাজ শুরু করার কথা ভাবি, তখন বলিউডের কথাই প্রথম মাথায় এসেছিল। তবে এখানে আমি সেভাবে কাজ পাচ্ছিলাম না। এরপরই তাঁর ভাগ্যবদল করে দেয় ভোজপুরী ছবি। তাঁর কথায়, সেই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছিল, তা থেকেই আজও কাজের সুযোগ পাচ্ছেন তিনি।” ভোজপুরী ছাড়াও তিনি তামিল-তেলুগু ছবিতেও কাজ করেছেন। তবে নিজের সময়ের একটি সমস্যার কথাও তুলে ধরেন মোনালিসা।

কাজ করতে গিয়ে কোথায় বেগ পেতে হতো, যা এখনকার দিনে ততটা সমস্যা নয়, এই প্রসঙ্গে মোনালিসা বলেছিলেন, সোশ্যাল মিডিয়া আমি অতীতেও করেছিলাম। কিন্তু তখন এর জনপ্রিয়তা এতটা ছিল না। আমায় ছবি নিয়ে দরজায় দরজায় ঘুরতে হতো। প্রশ্ন শুনতে হতো আমি কী করেছি? কী কী পারি। এখন তা নয়, এখন বিষয়টা প্লাটে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই জানা যায় কেমন দেখতে, নাচ, অভিনয়, সবটা জানা যায়। তাই এটা একটা বাড়তি পাওনা। এই সুবিধেটা আমার সময় ছিল না।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla