Nabanita Das: এভাবে বদলে গেলেন নবনীতা! ভালবাসার জন্য ধরলেন পুরুষের ছদ্মবেশ

Nabanita Das: এই মুহূর্তে অভিনেত্রী নবনীতা দাসের ব্যক্তিগত জীবন চর্চায়, চলছে নানা আলোচনা। তবে এ সবের মধ্যেই ভোল বদলে ফেললেন তিনি। শুধু কি ব্যক্তিগত জীবনের টুইস্ট?

Nabanita Das: এভাবে বদলে গেলেন নবনীতা! ভালবাসার জন্য ধরলেন পুরুষের ছদ্মবেশ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 5:26 PM

এই মুহূর্তে অভিনেত্রী নবনীতা দাসের ব্যক্তিগত জীবন চর্চায়, চলছে নানা আলোচনা। তবে এ সবের মধ্যেই ভোল বদলে ফেললেন তিনি। শুধু কি ব্যক্তিগত জীবনের টুইস্ট? একেবারেই নয়, তাঁর অভিনীত ধারাবাহিকেও এখন ভরপুর টুইস্ট। গোঁফ লাগিয়ে, গলায় মাদুলি পরে, নিজেকে পুরোপুরি পাল্টেই ফেললেন তিনি। এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে অভিনয় করছেন নবনীতা। ওই ধারাবাহিকেই আসতে চলেছে এক মেগা টুইস্ট। ধারাবাহিকে নবনীতার নাম কলি। নিজের রূপ বদলে ব্রহ্মচারী বাড়িতে ঢোকার চেষ্টা ‘কলি’ ওরফে নবনীতা এবার সাজতে চলেছেন কল্যাণ। ওদিকে কল্যাণকে কিডন্যাপ করার চক্রান্ত করছেন দর্শনা। শেষমেশ কী হবে? তাই জানা যাবে, ‘বিয়ের ফুল’-এর নতুন স্টোরিলাইনে। সম্প্রতি এই ধারবাহিক শুরু হয়েছে সান বাংলায়। পাঁচ ভাই ও তাঁদের দাদুর গল্প। তাঁদের জীবনের একমাত্র লক্ষ্য বাড়িতে কোনও মহিলাক ঢুকতে দেওয়া চলবে না। আজীবন ব্রহ্মচারী থাকার সংকল্পে অনড় ভাইদের মধ্যে দু’জন, আর্য কুমার ও স্বর্ণ কুমারকে ভাল লেগে যায় কলি ও ইচ্ছের। কী হবে এরপর? এই নিয়েই এই ধারবাহিক।

উল্লেখ্য, এই মুহূর্তে নবনীতার ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। জিতু কামালের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি এখনও কারও অজানা নয়। এর আগে জিতুর সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছিলেন নবনীতা। তিনি বলেন, “আমরা তিন মাস ধরেই আলাদা আছি। এটুকু বলতে পারি, আমার জন্য এটা জানান ভীষণ জরুরী ছিল। আমি তো অত গুছিয়ে কিছু বলতে পারি না, তাই নিজের মনের অনুভূতিটুকুই লিখেছি। ও ভাল থাকুক।” নবনীতা যোগ করেছিলেন বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভবিষ্যতে কী হয়, এখন সেটাই দেখার।

চিনতে পারছেন নবনীতাকে?