নতুন চরিত্রে রাহুল দেব বসু, কোন ধারাবাহিকে জানেন?
Rahul Dev Bose: সূত্রের খবর, ধারাবাহিকের গল্প অনুযায়ী বিদেশ থেকে ভারতে আসে রাহুলের চরিত্রটি। বড় লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যান তিনি। ব্যবসায়ী চরিত্রটি বিভিন্ন শেড থাকবে বলে জানা গিয়েছে।
রাহুল দেব বসু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেতার সিভিতে নতুন অ্যাডিশন। অর্থাৎ নতুন একটি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাহুল। ধারাবাহিকের নাম ‘সাগর জ্যোতি’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এর আগে রাহুলকে এই ধরনের চরিত্রে দেখেননি দর্শক।
এ প্রসঙ্গে TV9 বাংলাকে রাহুল বলেন, “নতুন কাজ শুরু হচ্ছে। এখনও আমার শুটিং শুরু হয়নি। সব সময়ই আলাদা কিছু করার চেষ্টা করি। এ বারও সেই চেষ্টাই থাকবে। আশা করি দর্শকের ভাল লাগবে।”
সূত্রের খবর, ধারাবাহিকের গল্প অনুযায়ী বিদেশ থেকে ভারতে আসে রাহুলের চরিত্রটি। বড় লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যান তিনি। ব্যবসায়ী চরিত্রটি বিভিন্ন শেড থাকবে বলে জানা গিয়েছে। রাহুলের সঙ্গে এই ধারাবাহিকে নবনীতা মালাকারকে দেখা যাবে বলে খবর।
টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘বাজলো তোমার আলোর বেণু’-তে রাহুলের পারফরম্যান্স আজও মনে রেখেছেন দর্শক। কিছুদিন আগে শেষ হয়েছে ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’। ওই ধারাবাহিকে মহিম সেনের ভূমিকায় রাহুলের অভিনয় দেখেছেন দর্শক। এর আগে ‘উমা’ বা ‘অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন রাহুল। কিন্তু ‘তরুলতার ভূত’ ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় রাহুল। সে ছবির শুটিংও কিছুদিন আগে শেষ করেছেন। নিঃসন্দেহে এই ছবি রাহুলের কেরিয়ারে খুব গুরুত্বপূর্ণ।
আপাতত অপেক্ষা। ফের দর্শকের ড্রইংরুমে প্রতিদিন দেখা যাবে অভিনেতাকে। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর থেকে টেলিভিশনে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিক।
আরও পড়ুন, সুশান্তের জায়গা নিতে চান? প্রকাশ্যে জবাব দিলেন ‘পবিত্র রিস্তা ২’র শাহির