ছোট পর্দায় ডেবিউ রণবীর সিংয়ের? চর্চা তুঙ্গে
মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শো-য়ের নাম রাখি রাখা হতে চলেছে 'নিউ বিগ রিয়ালিটি সিরিজ'। প্রশ্ন-উত্তর পর্ব দিয়ে সাজানো হবে এই শো-টি।
রণবীর সিং। টিনেজারের হার্টথ্রব। যুবতীর ক্রাশ। বলিপাড়ার গুঞ্জন বলছে খুব শীঘ্রই নাকি টেলিভিশনের পর্দায় দেখা যাবে তাঁকে। ছোট পর্দায় ডেবিউ করবেন তিনি এক নন-ফিকশন শো-য়ের মধ্যে দিয়ে। সেই শো নাকি সম্প্রচারিত হবে কালারস চ্যানেলে।
মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শো-য়ের নাম রাখি রাখা হতে চলেছে ‘নিউ বিগ রিয়ালিটি সিরিজ’। প্রশ্ন-উত্তর পর্ব দিয়ে সাজানো হবে এই শো-টি। বিগ স্ক্রিনে ফুটে উঠবে ছবির সমাহার। প্রতিযোগীকে চিনতে হবে কোনটি কি ছবি। আর তাতেই মিলবে নগদ পুরস্কার। তিনটি লাইফলাইন দেওয়া হবে প্রতিযোগীকে। মোট ১২টি ধাপ পার করতে হবে। ৪ এবং ৮ নম্বর ধাপে থাকবে জ্যাকপট প্রশ্ন জেতার অভিনব সুযোগ। খবর বলছে, তিনটি লাইফলাইনের নাম দেওয়া হয়েছে, ‘ভারত বাচায়েগা’, ‘পরিবার কা প্যায়ার’ এবং ‘কিসমত পালট’। সব কিছু ঠিক থাকলে জুলাই মাসেই নাকি সম্প্রচারিত হবে ওই নন ফিকশান শো।
টেলিভিশনে সঞ্চালনা করতে এর আগেও বড় বড় বলিউড স্টারকে দেখা গিয়েছে। সে শাহরুখ খানই হোন অথবা বিগ-বি। সব কিছু ঠিক থাকলে রণবীরও সামিল হতে চলেছেন এই তালিকায়।
আরও পড়ুন ভিডিয়ো কলে কমল কাঁটাতারের দূরত্ব, স্ত্রী মিথিলাকে জন্মদিনের শুভেচ্ছা সৃজিতের
View this post on Instagram