Tollywood Gossip: মিথ্যে খবর সন্দীপ্তাকে নিয়ে! সাফ জানালেন, ‘না করছি না’

Tollywood Gossip: সোশ্যাল মিডিয়ায় যা রটে, তা সব সময় ঘটে কি? এই যেমন বিগত বেশ কিছু দিন ধরেই রটেছে সন্দীপ্তা সেন নাকি কৌশিক রায়ের সঙ্গে জুটি বেঁধে এক নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন।

Tollywood Gossip: মিথ্যে খবর সন্দীপ্তাকে নিয়ে! সাফ জানালেন, 'না করছি না'
সোশ্যাল মিডিয়ায় যা রটে, তা সব সময় ঘটে কি?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2023 | 2:33 PM

সোশ্যাল মিডিয়ায় যা রটে, তা সব সময় ঘটে কি? এই যেমন বিগত বেশ কিছু দিন ধরেই রটেছে সন্দীপ্তা সেন নাকি কৌশিক রায়ের সঙ্গে জুটি বেঁধে এক নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। এও রটেছে সেই ধারাবাহিকের লুক সেট থেকে শুরু করে প্রোমো শুট, সবই নাকি এক্কেবারে ‘ডান’। সন্দীপ্তা-ভক্তরা তো দারুণ খুশি, কিন্তু এ কী! নায়িকাকে ফোন করতেই গোটা ঘটনা ঘুরে গেল ১৮০ ডিগ্রি। টিভিনাইন বাংলাকে সন্দীপ্তা জানালেন, সব মিথ্যে। তাঁর কথায়, “না তো কোনও অফার এসেছে, না আমি ধারাবাহিকটি করছি। আমি সত্যি জানি না, কেন আমার নামে এটা রটেছে।” এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, “আমি আগেও বলেছি, আবারও বলেছি, আমি মেগা আ[পাতত কর তে চাইছি না। ওটিটিতে পরপর কাজ করছি। সেটাই আগামী বেশ কিছু সময় ধরে করতে চাই।” বিগত বেশ কিছু সময় ধরে সময়টা বেশ ভালই যাচ্ছে সন্দীপ্তার। ‘নষ্টনীড়’ থেকে শুরু করে ‘শিকারপুর’– তাঁর একের পর এক ধারাবাহিক কিন্তু বেশ হিট হচ্ছে। নিজেকে প্রতি মুহূর্তে ভাঙছেন সন্দীপ্তা।

এই মুহূর্তে সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা। সৌম্য নিজেও এক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। তবে বিয়ে নিয়ে আপাতত চিন্তা ভাবনা নেই তাঁর। এ প্রসঙ্গে টিভিনাইন বাংলাকে অভিনেত্রী বলেছিলেন, ” “মজার ব্যাপার হচ্ছে, আমি যখন প্রেম করতাম না তখনও মানুষ জিজ্ঞেস করতেন কবে বিয়ে করছি। একটা বয়সে পৌঁছলেই চারপাশের মানুষ এই প্রশ্ন করতে থাকেন। কিন্তু জানেন, আমার দিদা আজ থেকে অতগুলো বছর আগে ৩৫ বছর বয়সে বিয়ে করেছিলেন। তাঁকেও এই প্রশ্ন করা হয়েছিল।” তিনি আরও যোগ করেন, ” ‘কবে বিয়ে করছি’, মানুষের এই প্রশ্নকে আমি কখনওই আমল দিই না। ভেবেছিলাম জীবনে কখনও বিয়েই করব না। কিন্তু সৌম্যর মতো একজনকে জীবনে পেলাম বলে প্রেম করছি। বিয়ে করারও একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটাই এখন বলতে পারি। প্রেমটা আগে করি, পরের পদক্ষেপ নিয়ে পরে ভাবনাচিন্তা করব।” আপাতত তাঁর কাছে এগিয়ে কাজ। নতুন নতুন প্রজেক্টে মন দিতে চান তিনি।

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)