Rhea Chakraborty: ধোসার দোকান খুললেন সোনু সুদ? নিজে হাতে বানিয়ে দিলেন রিয়াকে

Viral Video: কটাক্ষ এড়িয়ে যে কীভাবে সকলের মাঝে জায়গা করে নিতে হয়, তা চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিলেন রিয়া চক্রবর্তী। তিনি দাপটের সঙ্গে এখন রাজত্ব করছেন এই শোয়ে।

Rhea Chakraborty: ধোসার দোকান খুললেন সোনু সুদ? নিজে হাতে বানিয়ে দিলেন রিয়াকে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 4:23 PM

রিয়া চক্রবর্তী, বর্তমানে তিনি রিয়্যালিটি শো রোডিজ় নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখানেই গ্যাং লিডারের ভূমিকায় দেখা যায় তাঁকে। একের পর এক এপিসোডে যে দাপটের সঙ্গে তিনি নিজের উপস্থিতি  জানান দিচ্ছেন, তাতে এক কথায় অবাক অনেকেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই এক কোণে ছিলেন রিয়া চক্রবর্তী। তাঁকে নিয়ে বিভিন্ন মহলে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তা এক কথায় এড়িয়ে যাওয়া সম্ভবপর হয়নি অভিনেত্রীর জন্য। তবে টানা দুই বছর লড়াইয়ের পর ধীরে ধীরে প্রকাশ্যে আসা শুরু করেছিলেমন রিয়া চক্রবর্তী। স্থির করেছিলেন তিনি কামব্যাক করবেন। তবে থেকেই শুরু হয় তাঁকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা।

তবে কটাক্ষ এড়িয়ে যে কীভাবে সকলের মাঝে জায়গা করে নিতে হয়, তা চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিলেন রিয়া চক্রবর্তী। তিনি দাপটের সঙ্গে এখন রাজত্ব করছেন এই শোয়ে। যা দেখে এক কথায় অবাক অনেকেই। কটাক্ষের শিকারও তাঁকে কম হতে হচ্ছে না। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর ক্লিপিং। তবে ধীরে ধীরে শোয়ে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। সোনু সুদও যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করেন রিয়ার। এবার সেই রিয়াকেই ধোসা বানিয়ে খাওয়ালেন সোনু সুদ?

নিজের দোকান দিলেন তিনি? না, সোনু সুদ বরাবরই ক্যামেরার সামনে যতটা সক্রিয় থাকেন, ততটাই ক্যামেরার পিছনে সক্রিয় ছথাকেন। এই ছবি অতীতে মিলেছে একাধিকবার। এবারও তার ব্যতিক্রম হল না। সোনু সুদ আগেও সেটে ধোসা বানিয়েছিলেন। এবারও তাই করলেন। ধোসা বানিয়ে তিনি সকলকের পাতে তুলে দিলেন। তালিকা থেকে বাদ পড়েননি রিয়া চক্রবর্তীও। তবে সেটে অপর এক ব্যক্তি তিনি নাকি সকাল থেকে বহুবার সোনুর হাতে তৈরি ধোসা ও পুরি খেয়েছেন বলেই দাবি করেন অভিনেতা। মজার এই ভিডিয়ো পলকে ভাইরাল হয়ে যায়। ও আরও একবার প্রশংসিত হন অভিনেতা সোনু সুদ।

View this post on Instagram

A post shared by Sonu Sood (@sonu_sood)