AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttam Kumar Death Anniversary: ‘উত্তম’ পুরুষ বলতে কী মনে হয় ‘মহানায়ক’-এর নাতি গৌরব চট্টোপাধ্যায়ের?

আজ ২৪ জুলাই। ঠিক ৪৩ বছর আগে, আজকের দিনে মৃত্যু ঘটেছিল বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র উত্তমকুমারের। তাঁর মৃত্যুদিনে TV9 বাংলাকে কী বললেন নাতি গৌরব?

Uttam Kumar Death Anniversary: 'উত্তম' পুরুষ বলতে কী মনে হয় 'মহানায়ক'-এর নাতি গৌরব চট্টোপাধ্যায়ের?
মহানায়ক উত্তমকুমারের মৃত্যুদিবসে কী বললেন তাঁর নাতি গৌরব?
| Updated on: Jul 24, 2023 | 8:00 AM
Share

স্নেহা সেনগুপ্ত

আজ থেকে ঠিক ৪৩ বছর আগে, অর্থাৎ, ১৯৮০ সালের ২৪ জুলাই, আপামর বাঙালির হৃদয়কে টুকরো-টুকরো করে ভেঙে পরলোকের সিঁড়ি বেয়ে হেঁটে চলে গিয়েছিলেন ‘মহানায়ক’ উত্তমকুমার। মাত্র ৫৩ বছর বয়সে এই যবনিকা পতন ঘটিয়েছিল তাঁরই দুর্বল হৃদযন্ত্রটি। এতটুকু সময় না দিয়ে, সময়ের অনেক আগে জীবনকে ফাঁকি দিয়েছিলেন ভবানীপুরের সেই রাজা। TV9 বাংলা কথা বলল উত্তমকুমারের নাতি, তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে।

প্রশ্ন: ‘উত্তম’ পুরুষ বলতে আপনার কাছে কী?

গৌরব: মানুষ হিসেবে আমরা কেউই খুব একটা ‘রাইট’ নই। কিন্তু প্রত্যেকদিন নিজেকে ঠিক করার চেষ্টা এবং নিজের ভুল সংশোধন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন পুরুষ মানুষ হিসেবে মহিলাদের সম্মান করা খুব দরকার বলে মনে করি। তাঁদের চিন্তাভাবনা এবং ইচ্ছাকে সম্মান জানানো জরুরি।

প্রশ্ন: এই টলিউড ইন্ডাস্ট্রির ‘উত্তম’ বিষয় কোনটা?

গৌরব: আমাদের ইন্ডাস্ট্রি এখন স্ট্রাগলের জায়গায় দাঁড়িয়ে আছে। এত বাজেটের সমস্যা থাকা সত্ত্বেও, এত সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও, বাঙালি দর্শকের মন জয় করার চেষ্টা করছে এই ইন্ডাস্ট্রি। এই চেষ্টাটাই আসলে ‘উত্তম’ ব্যাপার।

প্রশ্ন: ‘অধম’ বিষয়টাই বা কোনটা?

গৌরব: ইনডিসিপ্লিন। অনুশাসনের অভাব খুব। আমার মনে হয়ে সেটা সব ইন্ডাস্ট্রিতেই কমবেশি রয়েছে।

প্রশ্ন: কাউকে উত্তম-মধ্যম দিতে ইচ্ছা করে?

গৌরব: না, করে না। রাগ হলে চুপ করে থাকি। তবে কাজের জায়গায় কেউ যদি সমস্যার সৃষ্টি করে, তাঁকে বুঝিয়ে বলি।

প্রশ্ন: নিজে উত্তম-মধ্যম খেয়েছেন কখনও?

গৌরব: হ্যাঁ, খেয়েছি। ছোটবেলায় খুব মার খেতাম। বাবার কাছে, মায়ের কাছে…

প্রশ্ন: কাউকে উত্তম-মধ্যম দিয়েছেন?

গৌরব: হ্যাঁ, দিয়েছি তো। কাজের জায়গায় উল্টোপাল্টা হলে দিয়ে থাকি…

প্রশ্ন: ইন্ডাস্ট্রিতে কাকে দেখলে বা কী দেখলে ‘অতি উত্তম’ বলে উঠতে ইচ্ছা করে?

গৌরব: অনেককেই। কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখলে বলতে ইচ্ছে করে খুব। অনির্বাণ ভট্টাচার্যর ‘বল্লবপুরের রূপকথা’ ছবিটা দেখে বলতে ইচ্ছে হয়েছিল ‘অতি উত্তম’। তিনিও পরিচালক হিসেবে দারুণ ভাল।

প্রশ্ন: নিজের কোন বিষয়টাকে ‘উত্তম’ বলে মনে হয়?

গৌরব: আমি আসলে কোনও কিছুতেই পারফেক্ট নই। কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করি সবসময়। সেটাই মনে হয় সবচেয়ে বড় ব্যাপার।

ঠাকুরদা উত্তমকুমারের অভিনয়ের পরম্পরাকে বহন করে চলেছেন তাঁর নাতি গৌরব চট্টোপাধ্যায়। তিনিও একাধিক বাংলা ছবি এবং ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন। বর্তমানে তিনি ‘গাঁটছড়া’ ধারাবাহিকের অন্যতম প্রধান ‘ঋদ্ধিমান সিংহরায়’-এর চরিত্রে অভিনয় করছেন।

অলঙ্করণ: শুভ্রনীল দে