Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘স্বাধীন দেশে স্বাগত’– হাসিনা দেশ ছাড়তেই আনন্দে মাতলেন কোন কোন তারকা?

আজ অর্থাৎ সোমবার সকালেও তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে বেলা বাড়তেই তিনি 'প্রাক্তন'। দেশ ছেড়েছেন। এসেছেন ভারতে। যেতে পারেন লন্ডন। আর হাসিনা দেশত্যাগ করার পরেই কার্যত সে দেশে উল্লাস। তারকারাও চুপ নন।

'স্বাধীন দেশে স্বাগত'-- হাসিনা দেশ ছাড়তেই আনন্দে মাতলেন কোন কোন তারকা?
Follow Us:
| Updated on: Aug 05, 2024 | 7:20 PM

আজ অর্থাৎ সোমবার সকালেও তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে বেলা বাড়তেই তিনি ‘প্রাক্তন’। দেশ ছেড়েছেন। এসেছেন ভারতে। যেতে পারেন লন্ডন। আর হাসিনা দেশত্যাগ করার পরেই কার্যত সে দেশে উল্লাস। তারকারাও চুপ নন। নুসরত ইমরোজ তিশা থেকে শুরু করে তাসনিয়া ফারিন, জাকিয়া বারি মম, পরিচালক ফারুকি– সকলেই উচ্ছ্বসিত। কেউ ছাড়লেন সরকার ঘনিষ্ঠ সংগঠন আবার কেউ বা ‘স্বাধীন দেশে’ জানালেন স্বাগত। তিশা লিখলেন, “স্বাধীন দেশে স্বাগতম’। অন্যদিকে ফারিন জানালেন ছাত্রদের শুভেচ্ছা।

অভিনেত্রী জাকিয়া বারি মম আরও একধাপ এগিয়ে ত্যাগ করলেন অ্যাক্টর ইকুইলিটি বাংলাদেশ থেকে। এ মর্মে এক বিবৃতিও দেন তিনি। তিনি লেখেন, “সমানাধিকার মানে ন্যায়। ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপস মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হছে না, কারণ শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই থেকে আমি এই ‘অ্যাক্টরস ইকোয়ালিটি বাংলাদেশ থেকে অব্যাহতি নিলাম।” টিভিনাইন বাংলা যোগাযোগের চেষ্টা করে আরিফিন শুভ, মোশারাফ করিম, চঞ্চল চৌধুরীসহ একাধিক ব্যক্তিত্বের সঙ্গে। এঁদের প্রত্যেকেই ফোনে অধরা। অন্যদিকে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে বারেবারে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বেজে গিয়েছে।

তবে মুখ খুলেছেন মোস্তাফা সারওয়াফ্র ফারুকি। সামাজিক মাধ্যমে চুপ না থেকে তিনি লেখেন, “বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা দয় ও সহানুভূতি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো। স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।”