AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই গরম পানীয় চায়ের মতো খেয়ে নিন, পুজোর আগে ওজন কমবেই, জানালেন অভিনেত্রী

Twarita Chattopadhyay: অভিনেত্রীর নাম ত্বরিতা চট্টোপাধ্যায়। তিনি কিংবদন্তি অভিনেতা তরুণ কুমার চট্টোপাধ্যায়ের নাতবউ। পুজোর আগে ওজন কমানোর মোক্ষম টোটকার কথা শেয়ার করেছেন ত্বরিতা। কী বলেছেন তিনি?

এই গরম পানীয় চায়ের মতো খেয়ে নিন, পুজোর আগে ওজন কমবেই, জানালেন অভিনেত্রী
ত্বরিকা চট্টোপাধ্যায়।
| Updated on: Aug 05, 2024 | 12:32 PM
Share

আর কয়েকদিন পরই পুজো। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই সময়ই ডায়েটিং করে ওজনটা কমিয়ে ফেলতে পারলে পুজোতে কেল্লাফতে। কিন্তু এত কম সময় কীভাবে ওজন কমাবেন? এর একটি মোক্ষম টোটকার কথা বলেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তিনি কিংবদন্তি অভিনেতা তরুণকুমার চট্টোপাধ্যায়ের নাতবউ। সিরিয়ালের পরিচিত মুখ।

View this post on Instagram

A post shared by Twarita Chatterjee (@twarita.chatterjee.1)

ত্বরিতা একটি পানীর কথা বলেছেন। সমপরিমাণ মৌরী, জোয়ান এবং গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর মিশ্রণটি মিক্সিতে গুঁড়ো করতে নিতে হবে। সংরক্ষণ করতে হবে একটি কৌটোতে। দুপুর এবং রাতের খাওয়ার পর গরম জলে ফুটিয়ে, ছাকনিতে ছেকে চায়ের মতো খেয়ে নিতে হবে। কেউ চাইলে লাঞ্চের পরিবর্তে ব্রেকফাস্টের পরও খেতে পারেন। এতে শরীর হবে ঝরঝরে এবং ওজন কমবে ঝট করে। বিনা ডায়েটিংয়ে, এক্সারসাইজ় ছাড়াই কমবে ওজন। ট্রাই করে দেখতে পারেন।