AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখ করলেন আপ্যায়ন, প্রিয়াঙ্কা নাচলেন বরযাত্রীতে; তাঁদের কি দেখা হয়েছে?

Shahrukh Khan At Ambani's Wedding: বিয়েবাড়িতে শেরওয়ানি পরে এসেছিলেন শাহরুখ খান। হাত জোড় করে ঘুরে বেড়াচ্ছিলেন অতিথিদের মাঝে। অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে প্রিয়াঙ্কাকে বরযাত্রীতে নাচতে দেখা যায়। তাঁদের কী দেখা হয়েছে?

শাহরুখ করলেন আপ্যায়ন, প্রিয়াঙ্কা নাচলেন বরযাত্রীতে; তাঁদের কি দেখা হয়েছে?
শাহরুখ এবং প্রিয়াঙ্কা।
| Updated on: Jul 13, 2024 | 2:56 PM
Share

১২ জুলাই ছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। দেশ-বিদেশের বহু গণমান্য ব্যক্তি আমন্ত্রিত ছিলেন সেই বিয়েতে। হাজির ছিলেন বলিউডের সব তাবড় অভিনেতা-অভিনেত্রীরাই। এদিন অনন্ত-রাধিকার বিয়ের বরযাত্রীদের মধ্যে নাচতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রবীণ অভিনেতা-অভিনেত্রীদের আপ্যায়ন করতে দেখা যায় শাহরুখ খানকেও। নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ক্লিপিংস।

বিয়েবাড়িতে শেরওয়ানি পরে এসেছিলেন শাহরুখ খান। হাত জোড় করে ঘুরে বেড়াচ্ছিলেন অতিথিদের মাঝে। অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে তাঁকে। সস্ত্রীক রজনীকান্তের সামনে করজোড়ে নমস্কার জানিয়েছেন শাহরুখ খান। সুপারস্টারের বিনয়ী মূর্তি ফের ধরা পড়ল ক্যামেরার সামনে।

এই প্রথম নয়, এর আগেও আম্বানিদের নানা অনুষ্ঠানে হাজির থেকেছেন শাহরুখ খান। কেবল তিনি নন, আম্বানিদের কোনও অনুষ্ঠানেই বাদ যান না বলিউডের তারকারা। কেবল অংশগ্রহণই করেন না তাঁরা, রীতিমতো দায়িত্বও পালন করেন। ধরুন, শাহরুখ খান এসে এগিয়ে দেন মিষ্টির থালা। অমিতাভ বচ্চন হাত জোর করে দাঁড়িয়ে থাকেন গেটে। প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকা বরযাত্রীতেও নাচেন।

এই বিয়ে বাড়িতেই শাহরুখ-প্রিয়াঙ্কা সম্মুখে এসে দাঁড়িয়েছেন একে-অপরের। কে না জানেন প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের প্রেমের গুঞ্জনের কথা? এমনও শোনা গিয়েছিল, তাঁরা নাকি বিয়ে করেছেন দুবাইয়ে। এই রটনার পরই মন খারাপ করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন গৌরী। তারপর প্রিয়াঙ্কার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে গৌরীকে বাড়ি ফেরত নিয়ে আসেন শাহরুখ খান।

এবার প্রশ্ন হল, বিয়েবাড়িতে ‘হাই হ্যালো’ হল শাহরুখ-প্রিয়াঙ্কার? যদি হয়ও, তা কিন্তু ধরা পড়েনি ক্যামেরায়। কত কিছুই তো ক্যামেরাবন্দি হয় না, তাই না?