AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এবার হত্যার হুমকি পেলেন টাইগার শ্রফ, তদন্তে নেমে কী তথ্য এল পুলিশের হাতে?

টাইগার শ্রফকে হত্যার জন্য একদল দুষ্কৃতীকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। আততায়ী নিজেকে পাঞ্জাবের বাসিন্দা বলে দাবি করেন। বলেন, প্রায় ২ লক্ষ টাকার অস্ত্র কিনে খুনের ছক কষা হয়েছে।

এবার হত্যার হুমকি পেলেন টাইগার শ্রফ, তদন্তে নেমে কী তথ্য এল পুলিশের হাতে?
| Edited By: | Updated on: Apr 22, 2025 | 4:29 PM
Share

এবার প্রাণনাশের হুমকি পেলেন অভিনেতা টাইগার শ্রফ। বলিউডে গত দুই বছর ধরে এই হত্যার হুমকি যেন ঘুম কাড়ছে তারকাদের। অভিনেতা টাইগার শ্রফ এবার সেই তালিকায়। মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে এক অজানা নম্বর থেকে ফোন করে জানানো হয়, টাইগার শ্রফকে হত্যার জন্য একদল দুষ্কৃতীকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। আততায়ী নিজেকে পাঞ্জাবের বাসিন্দা বলে দাবি করেন। বলেন, প্রায় ২ লক্ষ টাকার অস্ত্র কিনে খুনের ছক কষা হয়েছে।

খার থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে। জানা গিয়েছে অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই পুরো হুমকির পেছনে কোনও সত্যতা নেই। সম্পূর্ণ ভুয়ো হুমকি দেওয়া হয়। এরপরই মনীশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁকে শীঘ্রই মুম্বই নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সলমন খান আবারও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। গুজরাতের বডোদরার এক ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তি মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে সলমনকে খুনের হুমকি পাঠায়। বর্তমানে সলমনকে রাখা হয়েছে Y-প্লাস নিরাপত্তায়।

বারবার বলিউড তারকাদের এই ধরনের হুমকি পাওয়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ। প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার দিকে নজর দিচ্ছে। তবে টাইগার শ্রফের ক্ষেত্রে স্বস্তির খবর, এটি ছিল শুধুই একটি ভুয়ো হুমকি মাত্র। অভিনেতা সম্পূর্ণ নিরাপদে আছেন।