যে কথা বলা হয়নি এত দিন, সেই সব মনের কথা শুনতে কান পাতবেন মানালি-একতারা

উদ্দেশ্য লকডাউনের গুমোট দিনগুলোতে যে সব বয়স্করা একা, যাঁদের কথা শোনার মানুষ নেই, বা নিজেরাই বলতে পারেননি কোনওদিন সেই সব কথাই শুনবেন ওঁরা। নির্ভেজাল আড্ডা দেবেন।

যে কথা বলা হয়নি এত দিন, সেই সব মনের কথা শুনতে কান পাতবেন মানালি-একতারা
মানালি-একতা
Follow Us:
| Updated on: Jun 02, 2021 | 2:58 AM

সংক্রমণে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কারও সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে মারা গিয়েছেন স্ত্রী। কথা বলার লোক নেই… হাল্কা হওয়ার কাঁধ খুঁজছেন অনেকেই… এবার তাঁদের জন্যই কান পাতলেন অভিনেত্রী মানালি দে, লেখক পদ্মনাভ দাশগুপ্ত, পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী থেকে শুরু করে ক্রিয়েটিভ ডিরেক্টর একতা ভট্টাচার্য, পরিচালক উৎসব মুখোপাধ্যায়সহ অনেকে। উদ্যোগের নাম ‘কান পেতে রই’। আয়জক মূলত পদ্মনাভ এবং প্রেমেন্দু।

উদ্দেশ্য লকডাউনের গুমোট দিনগুলোতে যে সব বয়স্করা একা, যাঁদের কথা শোনার মানুষ নেই, বা নিজেরাই বলতে পারেননি কোনওদিন সেই সব কথাই শুনবেন ওঁরা। নির্ভেজাল আড্ডা দেবেন। না, মানসিক অবসাদ দূর করার কাউন্সিলিং নয় বরং কিশোর কুমার থেকে উত্তম কুমার, রাজনীতি থেকে অর্থনীতি যার যা পছন্দের বিষয় সেই নিয়েই হবে ভার্চুয়াল সান্ধ্য আড্ডা। এ জন্য বিকেল ৪টে থেকে ৮টার মধ্যে ফোন নম্বর, বয়স এবং সময় ইনবক্স করতে হবে উদ্যোক্তাদের। এর পরেই আপনার কাছে পৌঁছে যাবে ফোন। এছাড়া, ৮২৭৬৯২৮৬৫৯ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আপাতত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্যই এই পরিষেবা।

মানালির কথায়, “আমার পরিবারেও দাদু রয়েছে। অনেক সময়েই বয়স্করা অনেক কিছু বলতে পারেন না। হয় তাঁদের কেউ শোনার থাকে না বা অনেক সময় নিজেদেরও বলা হয়ে ওঠে না।  তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ।” অন্যদিকে একতা বললেন, ” বয়স্ক মানুষদের প্রতি আমার একটা আলাদা ভালবাসা রয়েছে। আমি ভীষণ ভাবে মিশতে পারি ওঁদের সঙ্গে। কথা বলার টপিকেরও অভাব হয় না। ক্রিকেট থেকে কিশোর কুমার…মান্না দে থেকে মারাদোনা সব নিয়েই কথা বলতে পারি আমরা। হতে পারে ওপারের ব্যক্তি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন যে বিষয়টা নিয়ে হয়তো আমি বিশেষ কিছু জানি না। তাতে কী? তাঁর কাছ থেকেও তো কত কিছু জানতে পারব…এটাই অনেক।”

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া। কোভিড যুদ্ধে আপনি একা নন। ভরসা জোগাতে পাশে আছেন ওঁরা…।