AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saurav Das-Anindita Bose: ‘প্রেমিক’ বিয়ের পর অন্যের বিছানায়, অনিন্দিতাকে কথা শোনাচ্ছেন কে?

Saurav Das Wedding: 'মন্টু পাইলট' সৌরভ দাসের প্রাক্তন প্রেমিকা তিনি। কেবল তাই নয়। লিভ টুগেদারও করতেন তাঁরা। শোনা যায়, অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে সৌরভের জীবন থেকে তিক্ততা নিয়েই বেরিয়ে এসেছেন অনিন্দিতা বসু। তাঁকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন নেটিজ়েনরা।

Saurav Das-Anindita Bose: 'প্রেমিক' বিয়ের পর অন্যের বিছানায়, অনিন্দিতাকে কথা শোনাচ্ছেন কে?
অনিন্দিতা বসু।
| Edited By: | Updated on: Dec 18, 2023 | 4:50 PM
Share

তাঁর প্রেমিক সৌরভ দাস বিয়ে করেছেন ১৫ ডিসেম্বর, ২০২৩। প্রেমিকা দর্শনা বণিককে বিয়ে করেছেন তিনি। তাঁর বিয়েকে কেন্দ্র করে মানুষের কৌতূহল কম ছিল না। কিন্তু যে নারীকে নিয়ে আলোচনা হয়েছে এই বিয়ের মধ্যেও তিনি অনিন্দিতা বসু। সৌরভ দাসের প্রাক্তন প্রেমিকা তিনি। কেবল তাই নয়। লিভ টুগেদারও করতেন তাঁরা। শোনা যায়, অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে সৌরভের জীবন থেকে তিক্ততা নিয়েই বেরিয়ে এসেছেন অনিন্দিতা বসু। তাঁকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন নেটিজ়েনরা।

সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেন অনিন্দিতা বসু। সেই ভিডিয়োটি একটি কোলাজ। অনেকগুলি ছবি এবং ভিডিয়োর সংমিশ্রণ। আর এই ভিডিয়ো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কমেন্ট সেকশনে ধেয়ে এসেছে একের পর এক কুৎসিত মন্তব্য। “তুমি এখানে নাচছ, আর ও দিকে তোমার ‘মন্টু পাইলট’ আজ রাতে অন্যের সঙ্গে…,” লিখেছেন এক নেটিজ়েন। তিনি যে নবদম্পতির ঘনিষ্ঠ মুহূর্তযাপনকেই ইঙ্গিত করে অনিন্দিতাকে তার মধ্যে টেনে এনেছেন, তা স্পষ্ট ওই কমেন্টে। ‘মন্টু পাইলট’ এখানে অভিনেতা সৌরভ দাস, কারণ ‘মন্টু পাইলট’ নামক চরিত্রে তিনি একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন।

এই মন্তব্য হয়তো পড়েছেন অনিন্দিতাও, কিন্তু তিনি পাল্টা কোনওই মন্তব্য করেননি আর। চিরকাল এমনই চুপ থাকেন অভিনেত্রী। নিজের ব্যক্তিজীবন নিয়ে তেমন মুখ খোলেন না তিনি। সৌরভের সঙ্গে লিভ টুগেদার করার আগে দু’বার বিয়ে করেছিলেন অনিন্দিতা। প্রথমে তিনি বিয়ে করেছিলেন উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও গৌরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী সন্দীপ্তা সেনের বিয়েতে গৌরবকে দেখে তাঁকে সকলের সামনেই আলিঙ্গন করেছিলেন অনিন্দিতা। গৌরব এখন অভিনেত্রী দেবলীনা কুমারের স্বামী। দ্বিতীয়বার অনিন্দিতা বিয়ে করেছিলেন পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে। অভিমন্যুর বর্তমান স্ত্রী অভিনেত্রী মানালী দে।

এই মুহূর্তে অনিন্দিতা বাংলায় তো বটেই, মুম্বইয়েও বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজ়ে কাজ করেছেন। ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারে’ সিরিয়ালে তিনি ছিলেন সাংবাদিক ঝিনুক সান্যালের চরিত্রে অভিনয় করেছিলেন, যে ঝিনুককে আজও ভুলতে পারেননি দর্শক।