Sreelekha Mitra: বুর্জ খালিফায় শ্রীলেখা মিত্র, দুবাই ভ্রমণের প্রথম দিনেই স্বপ্নপূরণ!
দুবাই আছে দুবাইতেই... থাকবেও। হাজার হাজার পরিব্রজাকের প্রাণের শহর হয়েই বাস করবে এভাবে... বারে বারে মন বলবে 'জি করদা দিলা দু তেনু বুর্জ খালিফা'!
অক্ষয় কুমার, কিয়ারা আডবাণীর ছবি ‘লক্ষ্মী বম্ব’-এর এই গানটিই হয়তো মনে মনে গুনগুন করছিলেন অত্তবড় বহুতলে দাঁড়িয়ে। দিন কয়েক আগে দুবাই গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। উপলক্ষ্য, বাংলাদেশ কনসোলেটের অনুষ্ঠান। সেখানে সম্মানিতও হয়েছেন বাঙালি অভিনেত্রী। অনুষ্ঠান শেষে হাতে কিছুটা সময় পেয়েছেন শ্রীলেখা। সেই ফাঁকে একটু বেড়ানো। যেমনটা সকলে করে থাকেন। শ্রীলেখাই বা বাদ যাবেন কেন। এই যাত্রাপথ কি এখনও শেষ হয়েছে? হয়নি তো। সুযোগ এলে কেনই বা ছাড়বেন। তাই রবিবার সক্কাল সক্কাল নীল ডেনিমের হট-প্যান্ট, গোলাপি টপ ও চোখে কালো রোদ চশমা পরে বেরিয়ে পরেছিলেন মুহূর্ত বন্দি করতে। দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
দুবাইয়ের অন্যতম আকর্ষণ বুর্জ খালিফা। ২০০৯ সাল থেকে ‘পৃথিবীর উচ্চতম স্কাইস্ক্র্যাপার’ যার নামকে গৌরবান্বিত করছে, তাকে কি ভ্রমণসূচী থেকে বাদ দেওয়া যায়? কেউ কি বাদ দিতে পারেন? নিঃসন্দেহে নয়… ফলে দুবাইয়ের গন্ধ মাখতে মাখতে শ্রীলেখা পৌঁছে গিয়েছিলেন সেই ইমারতে যার উচ্চতা ৮০০ মিটারেরও বেশি। এর টঙে উঠে গোটা দুবাই দেখা যায়। সূর্যের গরম ছড়িয়ে থাকে দিনের আলোয়। মাঝ ডিসেম্বরের নরম তাপ উষ্ণ করে চারপাশ। কাচে ঢাকা পাতলা দেওয়াল থেকে চাক্ষুষ দেখা স্বপ্নভূমি! ভিডিয়ো তুলেছেন শ্রীলেখা। পোস্ট করেছেন তাঁর বিভিন্ন সামাজিক মাধ্যমে। তাঁর চোখে মুখে আনন্দ। বেড়াতে যাওয়ার পরিতৃপ্তি।
দুবাই আছে দুবাইতেই… থাকবেও। হাজার হাজার পরিব্রজাকের প্রাণের শহর হয়েই বাস করবে এভাবেই… আর মন বলবে ‘জি করদা দিলা দু তেনু বুর্জ খালিফা’!
View this post on Instagram
আরও পড়ুন: Modelling Days: তাবড় তারকাদের মডেলিং দিনের অদেখা ছবি, দেখুন তো চেনা যায় কিনা?