Sreelekha Mitra: মাথা ভর্তি সিঁদুর, দ্বিতীয় বার বিয়ে শ্রীলেখার? জানালেন সবটা
Sreelekha Mitra: শুরু হতে চলেছে মুম্বই চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিতে বিদেশ থেকে উড়ে এসেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। ওদিকে কলকাতা থেকে উড়ে যাচ্ছেন শ্রীলেখা মিত্র। তাঁর ছবি 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই' প্রদর্শিত হবে সেখানে। সেই কারণেই মায়ানগরীতে উড়ে যাওয়া তাঁর। কিন্তু এ কী!

শুরু হতে চলেছে মুম্বই চলচ্চিত্র উৎসব। উৎসবে যোগ দিতে বিদেশ থেকে উড়ে এসেছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। ওদিকে কলকাতা থেকে উড়ে যাচ্ছেন শ্রীলেখা মিত্র। তাঁর ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’ প্রদর্শিত হবে সেখানে। সেই কারণেই মায়ানগরীতে উড়ে যাওয়া তাঁর। কিন্তু এ কী! শ্রীলেখার মাথা ভর্তি সিঁদুর। তবে কি নতুন খবর? বিয়ে করেছেন তিনি? যে ছবিটি শেয়ার করেছেন শ্রীলেখা সেটি বিমানবন্দরে, হাতে আবার প্লেনের টিকিট।
বিয়ে-সিঁদুর, নতুন পুরুষ এই সব নানা টপিক নিয়ে যে মুহূর্তে নানা প্রশ্ন দানা বাঁধছে ঠিক তখনই এই সকল প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন শ্রীলেখা। একই সঙ্গে যাবতীয় কৌতূহলের অবসান ঘটালেন তিনি। শ্রীলেখার কথায়, “মুম্বইয়ে যাচ্ছি মুম্বই চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। যদি মনে হয় সিঁদুর কেন পরেছি, তবে জানিয়ে রতাখি, না, আমি আবার বিয়ে করিনি। সিঁদুর খেলেছিলাম। হয়েছে শান্তি?” তিনি আরও জানান, আগামী ২৮ অক্টোবর বিকেল পাঁচটার সময় দেখানো হবে তাঁদের ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বই’। আপাতত তা নিয়েই ব্যস্ত তিনি।
বহুদিন আগেই বিচ্ছেদ হয়েছে শ্রীলেখার। স্বামী শিলাদিত্যের সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তাঁর। কেন ভেঙেছিল সেই সম্পর্ক? এ প্রসঙ্গে এর আগে টিভিনাইন বাংলাকে শ্রীলেখা বলেছিলেন, “আমি খুবই ‘বউ-বউ’ ছিলাম। বন্ধুর চেয়ে বেশি, প্রেমিকার চেয়ে বেশি… অনেক বেশি বউ হয়ে উঠেছিলাম আমি। বাংলা সিরিয়ালের টিপিক্যাল বউ ছিলাম। লোকে আমাকে যেভাবে ফ্যান্টাসাইজ় করে, আমি কিন্তু সেটা নই। কাজ করতাম। কাজের পর বাড়ি চলে আসতাম। আমার স্বামীর বন্ধুরাই ছিল আমার বন্ধু। আমার আলাদা কোনও জগৎ ছিল না। আমার জগতে শিলাদিত্যই ছিল নিউক্লিয়াস। ওকে কেন্দ্র করেই ছিল আমার দুনিয়া।” তবে দমদমের শ্রীলেখা ও দক্ষিণ কলকাতার শিলাদিত্যের মধ্যে অচিরেই গড়ে ওঠে নানা ফারাক। সে কারণেই যৌথভাবেই নেন সরে আসার সিদ্ধান্ত। তাতে যদিও আক্ষেপ নেই তাঁর। মেয়ে যৌথভাবেই মানুষ করছেন তাঁরা।
View this post on Instagram





