Durnibar Saha: দ্বিতীয় বার বিয়ে করে চরম কটাক্ষের মুখোমুখি, পাল্টা জবাব দুর্নিবারেরও
Durnibar Saha: দু'দিন পার হয়ে গেল বিয়ে করেছেন দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেন তাঁর স্ত্রী। এটি দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সঙ্গে দুর্নিবারের সামাজিক বিয়ে হয় ২০২১ সালে।
দু’দিন পার হয়ে গেল বিয়ে করেছেন দুর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেন তাঁর স্ত্রী। এটি দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সঙ্গে দুর্নিবারের সামাজিক বিয়ে হয় ২০২১ সালে। দুই বছরের মধ্যে আবারও বিয়ের পিঁড়িতে বসায় গায়ক নিয়ে চলেছে কাঁটাছেঁড়া। এবার এ নিয়েই মুখ খুললেন দুর্নিবার। না বলেও যেন বুঝিয়ে দিলেন অনেক কিছুই। গালে আদরের চুম্বন, মোহরের নাকে সিঁদুরের ছোঁয়া। এরকমই এক মিষ্টি ছবি পোস্ট করে দুর্নিবার লিখেছেন, “যখন আমরা এক সুরে জীবনের সুতো গাঁথব, জীবনের আলোগুলোকে জুড়ে ফেলব, তখন কিছু মূর্খ নিজেদের মতামত নিয়ে মাতামাতি করবে।” ট্রোলারদের উদ্দেশেই যে ওই কথাগুলো বলেছেন দুর্নিবার, তা এক কথায় সুস্পষ্ট। একদিকে যখন হচ্ছে ট্রোলিং তখন তাঁদের পাশেও দাঁড়িয়েছেন টলিউডের একটা বড় অংশ। ‘কে কাকে বিয়ে করবে, কে কার সঙ্গে থাকবে, এ তো ব্যক্তিগত ব্যাপার–‘, এমনটাই মতামত সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়দের।
প্রসঙ্গত, দুর্নিবার ও ঐন্দ্রিলার বিয়েতে হাজির ছিল গোটা টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন কনেকর্তা হয়ে। নিজে দাঁড়িয়ে থেকে সবটা তদারকি করেন তিনি। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পিঁড়ি ধরা, শাঁখ বাজানো– কোনও কিছুই বাদ দেননি তিনি। অন্যদিকে বসেছিল চাঁদের হাট। দিতিপ্রিয়া রায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত সকলেই হাজির ছিলেন ওই বিয়েতে। আর মীনাক্ষী? এই বিয়ের মরসুমে মীনাক্ষীর দিন কয়েক পুরনো এক পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে। আর ওই পোস্টেই যেন নাম না করেই কার্যত প্রাক্তনকে খোঁচা দিয়েছেন মীনাক্ষী, মনে করা হচ্ছে এমনটাই। সেখানে কী লিখেছেন তিনি?
মীনাক্ষী লিখেছেন, “জীবনে রণবীর সিংয়ের আগমনে জন্য রণবীর কাপুরকে যেতে দিতে হয়”। আপাতদৃষ্টিতে নিপাট এই পোস্টের ভিতরে লুকিয়ে থাকা অর্থ কিন্তু এতটাও সোজা নয়। দীপিকা পাড়ুকোন প্রথমে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। এখন তিনি রণবীর সিংয়ের ঘরণী। শোনা যায়, রণবীর কাপুর নাকি দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন হয়ে পড়েছিলেন অন্য নারীতে আসক্ত। আর রণবীরের সেই ক্যাসানোভা মেজাজ সম্পর্কে কে না জানেন? অন্যদিকে রণবীর সিং কিন্তু এ সবে মোটেই নেই। প্রথম দিন থেকেই তিনি ‘ওয়ান ওম্যান ম্যান’, অর্থাৎ এক নারীতেই আসক্ত তিনি। আর সেই নারী তাঁর স্ত্রী। স্ত্রীর প্রতি দায়িত্ব-কর্তব্য বোধের কারণে নারীমহলেও তিনি বেশ চর্চিত। আর মীনাক্ষী তাই কাপুর নয়, খোঁজ করছেন সিংয়ের। পোস্টের এই যাবতীয় চরিত্রে সঙ্গে যে মুহূর্ত আপনি মীনাক্ষী-দুর্নিবার ও মোহরের সম্পর্কের মিল খুঁজছেন ঠিক সেই মুহূর্তেই আরও একটি বোমা ফাটিয়েছেন তিনি। লিখেছেন, “এই স্টেটাস নিয়ে আপনি যে সব চিন্তা মাথায় নিয়ে আসছেন, সে সবই সত্যি।” আর ওই বাক্যের মধ্যে দিয়ে না বলেও অনেক কিছু বলে দিয়েছেন তিনি।