Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haami 2 Shooting: “‘হামি টু’র পরিচালক নন্দিতাদি, আমি কেবলই অভিনেতা”, ছবির প্রথমদিনের শুটিং ফ্লোর থেকে বললেন শিবপ্রসাদ

TV9 বাংলাকে একান্তভাবে শিবপ্রসাদ বলেছেন, "লালটুর চরিত্রে নন্দিতাদি যে ফের সুযোগ দিয়েছেন, সেটাই আমার আছে বড় ব্যাপার।"

Haami 2 Shooting: 'হামি টু'র পরিচালক নন্দিতাদি, আমি কেবলই অভিনেতা, ছবির প্রথমদিনের শুটিং ফ্লোর থেকে বললেন শিবপ্রসাদ
'হামি ২' টিম; পরিচালক নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 4:45 PM

‘রামধনু’র স্মরণী দিয়ে হেঁটে পথ চলতে শুরু করেছিলেন লালটু ও মিতালি। মধ্যবিত্ত পরিবারের দম্পতি। তাঁদের রোজনামচা আমাদের খুবই চেনা। চেনা পরিবেশ, চেনা অনুভূতি… অতি সাধারণ গল্প। তাই নিয়েই তৈরি হয় ‘রামধনু’। পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় ছবিটি। বিষয়ভাবনায় ধরা পরে আপাত দৃষ্টিতে অতি সাধারণ, অথচ নিদ্রাভঙ্গ করা একটি সমস্যা – ‘ছোটদের স্কুলে ভর্তি’। নামকরা ইংরেজি মিডিয়াম স্কুলে পাঁচ বছরের ছেলেকে ভর্তি করতে উদ্যোগী হয়ে ওঠে বাবা-মা। ‘রামধনু’তে ছেলে গোগোলকে স্কুলে ভর্তি করে লালটু-মিতালি চলে আসে ‘হামি’র গল্প শোনাতে। বড় স্কুলে ভর্তি হওয়া এক, আর সেই স্কুলে লেখাপড়া করা আর এক। স্কুল মানেই বন্ধুত্ব। ঘরের গণ্ডির বাইরে প্রথম বন্ধুত্বের পরশ পাওয়া। সেই সঙ্গে লালটু-মিতালির অর্থ-সামাজিক উন্নতিও ধরা পড়ে সেখানে। এবার তৈরি হচ্ছে ‘হামি টু’। করোনা না থাকলে অনেক আগেই তৈরি হয়ে যেত ছবি। আজ মঙ্গলবার (১৪.১২.২০২১) থেকেই শুটিং শুরু। তৃতীয়বারের জন্য পর্দায় ফিরছে লালটু-মিতালির জুটি।

‘রামধনু’ ও ‘হামি’র দর্শক বিলক্ষণ জানেন, লালটু-মিতালির চরিত্র দুটিতে অভিনয় করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরী। সোমবার অনেক রাতে শুটিংয়ে ফেরার আনন্দ ব্যক্ত করে শিবপ্রসাদ বলেছেন, “তৃতীয়বার লালটু। পদবী ও পেশা চমক রইল। কাল থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি”।

মিতালি, ওরফে গার্গী রায়চৌধুরীও চুপ ছিলেন না। তাঁরও আনন্দ আকাশছোঁয়া। ব্যক্ত করেছেন, “তৃতীয়বার লালটু… মিতালি! পদবী ও পেশা? চমক!! ..মিতালি কেমন এবারে?!. চমক!! রাত পোহালেই শুটিং শুরু… আশীর্বাদ করুন.. পাশে থাকুন..প্রার্থনা, যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি…. দিলাম… নিলাম…”

দু’জনের বক্তব্যতেই স্পষ্ট হয়েছে এটাই, যে লালটু-মিতালির পেশা ও পদবীতে এবার চমক রাখা হয়েছে। চমক রয়েছে তাঁদের সন্তানদের মধ্যেও। কোনওটা নিয়েই খোলসা করে কিছু বলতে চাইলেন না শিবপ্রসাদ। প্রথমদিনই শুটিংয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে TV9 বাংলা, আমাদের শিবপ্রসাদ বলেন, “দারুণ শুটিং করছি। এখানে তো আমি কেবলই অভিনেতা। মূল পরিচালক নন্দিতা রায়। লালটুর চরিত্রে নন্দিতাদি যে ফের সুযোগ দিয়েছেন, সেটাই আমার ভাল লাগছে। লালটু ও মিতালির পদবীতে একটা চমক রয়েছে। ওটা নিয়ে যদি কিছু বলে দিই মজাটাই চলে যাবে।”

পুরোপুরি লালটুর চরিত্রে ঢুকে গিয়েছেন শিবপ্রসাদ। সেই আভাস পাওয়া গেল কথা বলার ধরনে। এই মুহূর্তে বেহালায় শুটিং হচ্ছে ‘হামি টু’র। আউটডোর শুটিংও হবে। টিম ‘হামি টু’ চলে যাবে কাকদ্বীপ, ক্যানিংয়ে। তবে প্রতিবারের মতো প্রিয় লোকেশন বোলপুরে শুটিং করবেন না নন্দিতা ও শিবপ্রসাদ।  শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই TV9 বাংলাকে একান্তভাবে জানিয়েছেন ‘লালটু’।

আরও পড়ুন: Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক …