AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Monami Ghosh Secret: নিজের কোন সমস্যায় জেরবার মনামী? মাঝ রাতে ঘুম ভাঙার পর যা হল…

Monami Problem: মনামী নিজের কোন সমস্যার কথা এই শো-তে এসে জানিয়েছিলেন? না, মনামী নন, প্রথম কথাটি তোলেন অভিনেতা তথা শো সঞ্চালক...।

Monami Ghosh Secret: নিজের কোন সমস্যায় জেরবার মনামী? মাঝ রাতে ঘুম ভাঙার পর যা হল...
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 11:01 AM
Share

অভিনেত্রী মনামী ঘোষ, নিজের বিষয় বরাবরই তিনি ভীষণ ক্যান্ডিড। কোনও রাখঢাক ছাড়াই একাধিক তথ্য তিনি অনায়াসে শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে। মনামী ঘুরতে বেশ পছন্দ করেন। খানিকটা ছুটি পাওয়া মাত্রই তিনি কোনও না কোনও ট্রিপ প্ল্যান করে ফেলেন। বর্তমানে বিদেশ সফর থেকে ফিরে আবারও কাজে যোগ দিয়েছেন তিনি। সিনেমা থেকে শুরু করে রিয়্যালিটি শো, এখন মনামীর ব্যস্ততা তুঙ্গে। তবে এত কাজের চাপের জন্যই কি সমস্যা দেখা দিতে শুরু করল মনামীর? অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে তা খোলসা করেছিলেন তিনি সবটাই। মনামী ঘোষ জি বাংলার টক শো ‘অপুর সংসার’এ উপস্থিত হয়েছিলেন। সেখানেই তাঁর সঙ্গে আড্ডায় মেতে ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

মনামী নিজের কোন সমস্যার কথা এই শোয়ে এসে জানিয়েছিলেন? না, মনামী নন, প্রথম কথাটি তোলেন অভিনেতা তথা শো সঞ্চালক শাশ্বত। তিনি জানতে চান, মনামী কি কথায়-কথায় সব ভুলে যান? বিষয়টা কি আদৌ সত্যি? মনামীর কথায়, তা ১০০ শতাংশ সত্যি। তিনি নিজেকে নিয়ে জেরবার। মনামীর কথায়, ছোট-ছোট বিষয় তিনি ভুলে যাচ্ছেন। রাতে বেশিক্ষণ জেগে থাকেন তিনি। খিদে পেয়ে যায় তাঁর। একদিন মনামী খাবে বলেই ঘর থেকে মধ্য রাতে উঠেছিলেন।

কোথাও খুঁজে পাননি সেদিন তিনি তাঁর বিস্কুটের বয়াম। এরপর নিচে গিয়ে তিনি দুটো বিস্কুট নিয়ে আসেন, কারণ নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছিলেন না খিদের চোটে। একটি পাত্রের ওপর তা রেখেও ছিলেন মনামী। কিন্তু সকালে উঠে যা দেখলেন, তাতে তিনি অবাক। মনামীর কথায়, ঘুম ঘেঙে তিনি কিছুতেই মনে করতে পারেননি তিনি ঠিক কখন কী অবস্থায় ঘুমোতে গিয়েছিলেন। এমনকি খিদের চোটে যে বিস্কুট খোঁজার ধুম পড়েছিল, সেই বিস্কুট দু’টো একই জায়গায় পড়ে আছে রাত থেকে। পরবর্তীতে মনামী জানান, ১৮ বছরের কাজের অভিজ্ঞতা, চিত্রনাট্যেই অর্ধেক মস্তিষ্ক ভর্তি। তাই এখন আর কিছু সেভাবে তিনি মনে রাখতে পারেন না।