Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tolly Gossip: সৃজিতের জন্মদিনে মিথিলার উচ্ছ্বাস, বিচ্ছেদের খবর নেহাতই রটনা? রইল ছবি

Tolly Gossip: পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন যুগলে।পোশাকেও ছিল রংমিলান্তি। সাবেকি সাজে হাজির হয়েছিলেন দম্পতি, মিথিলা নিজেকে সাজিয়েছিলেন শাড়িতে। অথচ এই কিছু দিন আগেই তাঁদেরদের সম্পর্কের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল দুই বাংলা।

Tolly Gossip: সৃজিতের জন্মদিনে মিথিলার উচ্ছ্বাস, বিচ্ছেদের খবর নেহাতই রটনা? রইল ছবি
সৃজিত-মিথিলা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 5:46 PM

শনিবার সকাল থেকেই সৃজিত মুখোপাধ্যায় এর প্রোফাইলে শুভেচ্ছার ছড়াছড়ি। পরিচালকের জন্মদিন বলে কথা! ইন্ডাস্ট্রিতে তাঁর শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটা নেহাতই কম নয়। সকাল থেকেই একের পর এক বার্থডে উইশ যখন পরিচালক শেয়ার করে নিচ্ছিলেন তার সোশ্যাল মিডিয়ার পাতায়, ঠিক তখনই সন্ধেবেলায় তাঁর জন্য অপেক্ষা করছিল এক বিরাট সারপ্রাইজ। শহরের এক প্রযোজনা সংস্থার তরফে সৃজিতের জন্মদিন উপলক্ষে আয়োজিত হয়েছিল এক রাতপার্টি। দেব থেকে শুরু করে মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা, পঙ্কজ লাডিয়া, শ্রীজাত, সন্দীপ্তা সেন থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজক রানা সরকার– সকলেই হাজির ছিলেন সেই পার্টিতে। তবে লাইম লাইট কেড়ে নিলেন সৃজিত ও মিথিলা জুটি!

হ্যাঁ, পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন যুগলে।পোশাকেও ছিল রংমিলান্তি। সাবেকি সাজে হাজির হয়েছিলেন দম্পতি, মিথিলা নিজেকে সাজিয়েছিলেন শাড়িতে। অথচ এই কিছু দিন আগেই তাঁদেরদের সম্পর্কের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল দুই বাংলা। শোনা গিয়েছিল মতভেদের কারণে স্বামীর থেকে আলাদাই রয়েছেন মিথিলা। সে সময় সৃজিত এই নিয়ে মুখে কুলুপ আঁটলেও, মুখ খুলেছিলেন মিথিলা। তিনি জানিয়েছিলেন, সব কিছু ঠিকই আছে। যদিও গুঞ্জন থামেনি। পরিচালকের সঙ্গে নাম জড়িয়ে ছিল অন্য নায়িকার। তবে শনিবারের রাতই প্রমাণ করে দিল, মিথিলাই সঠিক, সবকিছু ঠিকই আছে তাঁদের মধ্যে। তবে শুধু প্রেম, আনন্দ আর খাওয়া-দাওয়াই নয়। ঐ দিন সন্ধ্যেবেলায় সৃজিতের আগামী ছবি ‘দশম অবতার’-এর ট্রেলার লঞ্চও হল।

এখনও পর্যন্ত ওই ট্রেলারের প্রতিক্রিয়া বেশ ভালই, ছবিতে রয়েছেনএকগুচ্ছ তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য জয়া আহসান– সকলকে দেখতে পাওয়া যাবে ছবিটিতে। প্রসঙ্গত, এই ছবিতে কাজ করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। যদিও তিনি দ্বিতীয়বার অন্তঃসত্তা হয়ে পড়ায় ছবি থেকে বাদ পড়েন। তাঁর জায়গায় নেওয়া হয় জয়াকে।সে কারণেই কি সৃজিতের এই পার্টি এড়িয়ে গেলেন রাজ শুভশ্রী? প্রশ্ন বিভিন্ন মহলে। সে যাই হোক, এই পুজোতেই মুক্তি পাবে সৃজিতের ছবিটি। দর্শকের মনে এই ছবি কতটা জায়গা করে নেয় এখন সেটাই দেখার।